Friday, November 7, 2025

কৈলাসকে বিজেপির রাজ্য কমিটির বৈঠকে যোগ দিতে নিষেধ বিএল সন্তোষের!

Date:

Share post:

তিনি ছিলেন বিজেপির পশ্চিমবঙ্গের পরিদর্শক। অথচ বিধানসভা নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে তাঁর বিরুদ্ধে দলের অন্দরে যে পরিমাণ ক্ষোভ জমতে শুরু করেছে, তাতে তাঁকে দলের রাজ্য কার্যকারিনী সভাতে উপস্থিত থাকতেই বারণ করলেন বিজেপির (Bjp) সাংগঠনিক সম্পাদক বি এল সন্তোষ (Bl Santosh)। এই পরিস্থিতিতে কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijaybargya) ঠিক কোথায় তাই নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।

মঙ্গলবার, হেস্টিংসে বিজেপির রাজ্যস্তরের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে যেমন চোখে পড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) অনুপস্থিতি। তেমনই জল্পনা তৈরি হয় কৈলাস বিজয়বর্গীয় না আসা নিয়েও। সূত্রের খবর, তাঁকে আসতেই বারণ করে দিয়েছিলেন বিএল সন্তোষ। কারণ পশ্চিমবঙ্গে বিজেপির এই হারের জন্য অনেকেই দায়ী করেছেন কৈলাস বিজয়বর্গীয়কে। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই মিছিল হয়েছে। ‘গো ব্যাক’ কৈলাস বলে পোস্টার (Poster) পড়েছে কলকাতা-সহ বিভিন্ন জেলায়। দলে চূড়ান্ত ক্ষোভ জমেছে। ফলে তিনি যদি সশরীরে উপস্থিত থাকতেন তাহলে বিক্ষোভ-বিশৃঙ্খলা দেখা দেওয়ার আশঙ্কা ছিল। এমনকী, তিনি যদি ভার্চুয়ালি বৈঠকে থাকতেন সেখানেও তাঁর বিরুদ্ধে অভিযোগ এবং বাকবিতণ্ডায় বৈঠকের পরিবেশ নষ্ট হতে পারত। এই আশঙ্কার কথা ভেবেই তাঁকে সরাসরি বৈঠকে যোগ দিতে বারণ করে দেওয়া হয়েছিল বলে বিজেপি সূত্রে খবর।

এই পরিস্থিতিতে কোথায় কৈলাস বিজয়বর্গীয়? বিজেপির একটা মহলের দাবি, বৈঠকে যোগ দিতে তিনি কলকাতায় পৌঁছে গিয়েছিলেন। কিন্তু নিষেধ থাকার কারণে বৈঠকে যোগ দিতে পারেননি। আবার অন্য দলের অবশ্য মতে, তিনি দিল্লিতেই আছেন। তাঁর বিরুদ্ধে দলের মনোভাব বুঝেই আর কলকাতার দিকে পা বাড়াননি কৈলাস। তবে বিজেপির একটা সূত্রের দাবি, চেন্নাইতে তাঁর স্ত্রীর চিকিৎসা চলছে। এখন সেখানে রয়েছেন বিজয়বর্গীয়। তবে, কৈলাস যেখানেই থাকুন তাঁর বিরুদ্ধে ক্ষোভ যে পর্বত সমান তা এদিন বৈঠকে তাঁকে আসতে নিষেধ করার খবরেই স্পষ্ট।

 

spot_img

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...