যাদবপুরে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের সঙ্গে বচসা স্থানীয়দের, লাঠিচার্জ বাহিনীর

খোদ কলকাতা শহরের বুকে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের সঙ্গে বচসা ও হাতাহাতিতে জড়ালেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে আজ, মঙ্গলবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর (Jadavpur) অঞ্চল। গুরুতর জখম হয়ে বাঘাযতীন হাসপাতালে ভরতি আহতরা।

একটা সময় পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে লাঠি চালায় কেন্দ্রীয় বাহিনী। বাহিনীর লাঠির আঘাতে জখম হয়েছেন অন্তর ৭ জন। তাঁদের মধ্যে অধিকাংশই মহিলা বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এসেছে জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। বিভিন্ন জেলা সফর করে এদিন কলকাতায় এসেছেন কমিশনের সদস্যরা। যাদবপুর এলাকাতে তাঁরা যান বেশকিছু পরিবারের সঙ্গে কথা বলতে। তখনই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা।

আরও পড়ুন:কৈলাসকে বিজেপির রাজ্য কমিটির বৈঠকে যোগ দিতে নিষেধ বিএল সন্তোষের!

স্থানীয়দের অভিযোগ, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের সঙ্গে বিজেপির কর্মী-সমর্থকরা ছিলেন। তারা কমিশনের সদস্যদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। এই সময় লাঠি চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেই লাঠির আঘাতে জখম হয়েছেন ৭ জন। বর্তমানে হাসপাতাল ভরতি তাঁরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

 

Previous articleকৈলাসকে বিজেপির রাজ্য কমিটির বৈঠকে যোগ দিতে নিষেধ বিএল সন্তোষের!
Next articleকেলেঙ্কারির তথ্য প্রমাণ দিয়ে রাজ্যপালকে খোঁচা মহুয়ার ,’আঙ্কেলজি, এটা কি সাংবিধানিক?’