Saturday, August 23, 2025

রাজ্যপালের বক্তব্যের উত্তর নেই শাসকদলের কাছে তাই ব্যক্তিগত আক্রমণ: দিলীপ ঘোষ

Date:

Share post:

পশ্চিমবঙ্গের সঙ্গে এবার কাশ্মীরের (Kashmir) তুলনা টানলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ তাঁর অভিযোগ, বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) মিটে যাওয়ার পর পশ্চিমবঙ্গে যত হিংসার ঘটনা ঘটেছে, তত ঘটনা এত বছরে কাশ্মীরেও ঘটেনি ৷
ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হওয়ার জন্য রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Governor Jagdeep Dhankhar) কুকথা শুনতে হচ্ছে বলে তিনি এদিন দাবি করেছেন ৷ তাঁর অভিযোগ, রাজনৈতিক স্বার্থে পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে জলাঞ্জলি দেওয়া হয়েছে ৷
বিজেপির একাধিক জনপ্রতিনিধি থেকে নেতা উত্তরবঙ্গকে (North Bengal) আলাদা রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন ৷ এই দাবি বিজেপি সমর্থন করে না বলে আগেই জানিয়েছিলেন দিলীপ ঘোষ ৷ এদিনও তিনি একই কথা বলেছেন ৷ তাঁর বক্তব্য, একটাই রাজ্য আগেও ছিল আগামিদিনেও থাকবে ৷একই সঙ্গে তিনি ব্যাখ্যা করেছেন যে কেন উত্তরবঙ্গের মানুষ আলাদা রাজ্যের (Separate Statehood) দাবি তুলছেন ৷ তাঁর কথায়, সেখানকার মানুষের অধিকার সুরক্ষিত নয় ৷ তাই তাঁরা রাজ্যের দাবি তুলেছেন ৷ কিন্তু এর জন্য তৃণমূল কংগ্রেস বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন ৷
বিজেপি বিধানসভার অন্দরে ও বাইরে মানুষের অধিকারের দাবিতে লড়াই করবে বলে তিনি আশ্বাস দিয়েছেন ৷
বৈঠকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সকলকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি, কিন্তু লিঙ্ক পাঠানো হয়েছিল। প্রায় ২৫০-৩০০ নেতা ভার্চুয়ালি বৈঠকে যোগ দিয়েছিলেন, কে এসেছিলেন আর কে অনুপস্থিত ছিলেন তা পর্যালোচনা করা হবে।
জৈন হাওয়ালা মামলায় সুখেন্দু শেখর রাজ্যপালকে আক্রমণ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘চার্জশিটে রাজ্যপালের নাম রয়েছে কি না তা রাজ্যপাল নিজেই জানিয়ে দিয়েছেন। এই বিষয়ে আমার কিছু বলার নেই। এই বিষয়ে মন্তব্য করার এক্তিয়ার আমার নেই। সংবিধান সম্পর্কে রাজ্যপাল যথেষ্ট জানেন। উত্তর দিতে না পেরে রাজ্যপালকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে।’

spot_img

Related articles

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...