বিজেপির বৈঠকে উপস্থিত অরুণ হালদারের পরিচয় কী? সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটালেন কুণাল

বিজেপির বৈঠকে জাতীয় তপশিলি কমিশনের ভাইস চেয়ারম্যান? অরুণ হালদারের নামে ফেসবুক পেজের পোস্ট তুলে ধরে বোমা ফাটালেন কুণাল ঘোষ। যা সামাল দিতে বিজেপি’র কালঘাম ছুটবে বলে মত রাজনৈতিক মহলের একাংশের।

মঙ্গলবার বিজেপির বৈঠকে পরতে পরতে চমক আর বিতর্ক। কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijaybargya), রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) অনুপস্থিতির পরে প্রশ্ন উঠল অরুণ হালদারের (Arun Halder) উপস্থিতি নিয়ে। এদিনের বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন তিনি। আর তাঁর পরিচয় নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের (Tmc) রাজ্য সভাপতি সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন,
“কে এই অরুণ হালদার যিনি আজ দিল্লি থেকে রাজ্য বিজেপির বৈঠকে ভার্চুয়াল অংশ নিলেন? ইনি কি জাতীয় তপশিলী কমিশনের ভাইস চেয়ারম্যান? ইনিই কি রাজ্য বিজেপির তপশিলী মোর্চার সভাপতি ছিলেন?
যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে বুঝুন বঙ্গবিরোধী কুৎসা ছড়াতে বিজেপি কোন্ কোন্ পরিকাঠামো কীভাবে ব্যবহার করছে?”

 

এর আগেও বহুবার বিরোধীরা অভিযোগ তুলেছিলেন কেন্দ্রীয় সহকারি পদে বসানো হচ্ছে বিজেপি নেতাদের। এর আগেও প্রশ্ন উঠেছে হাইকোর্টের প্রধান বিচারপতি কৌশিক চন্দকে (Kausik Chanda) নিয়ে। এবার বিজেপির বৈঠকে কি জাতীয় তপশিলি কমিশনের ভাইস চেয়ারম্যান? এই প্রশ্ন তুলে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক অভিযোগ করেন, বাংলার পরিস্থিতি নিয়ে কুৎসা রটানোর জন্যেই কেন্দ্রীয় সরকারি পদে- যেখানে নিরপেক্ষতা বজায় রাখাটা আবশ্যিক, সেখানে বিজেপি নিজেদের লোক বসিয়েছে। এর ফলে বাংলার পরিস্থিতি নিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে কুৎসা ছড়ানো অনেক সোজা বলে মত তাঁর।

আরও পড়ুন- ড্রোন হামলার পর শাহ, রাজনাথ ও ডোভালের সঙ্গে হাইভোল্টেজ বৈঠক মোদির

 

 

Previous articleরাজ্যপালের বক্তব্যের উত্তর নেই শাসকদলের কাছে তাই ব্যক্তিগত আক্রমণ: দিলীপ ঘোষ
Next articleফের ধাক্কা খেল শেয়ারবাজার, ১৮৫ পয়েন্ট নামল সেনসেক্স