Tuesday, November 11, 2025

কোভিড বিধি মেনে খুলে দেওয়া হলো জিম করবেট ন্যাশনাল পার্ক 

Date:

Share post:

অবশেষে খুলে দেওয়া হলো জিম করবেট টাইগার রিজার্ভ (Jim Corbett National park) ফরেস্ট বা জিম করবেট ন্যাশনাল পার্ক। ২৯ জুন মঙ্গলবার থেকেই খুলে গিয়েছে এই টাইগার পার্ক (tiger safari)। আপাতত এক বছরের জন্য খোলা থাকবে পার্ক। কোভিড বিধি(covid protocols) পুরোপুরি মেনে চলা হবে। করোনা অতিমারির জেরে বহুদিন ধরেই পর্যটকদের আসা বন্ধ ছিল উত্তরাখণ্ডের (Uttarakhand) এই টাইগার পার্কে। জানা গিয়েছে, এই টাইগার রিজার্ভের পাঁচটি রেঞ্জ অর্থাৎ গর্জিয়া, বিজরানি, ধারা-ঝির্না, ঢেলা এবং পাখরোন। এই পাঁচটি রেঞ্জও একই সঙ্গে খুলে দেওয়া হল। তবে রিজার্ভ ফরেস্ট সূত্রে জানা গিয়েছে, আপাতত নাইট সাফারি (night Safari)বন্ধ রাখা হলো। বন্যপ্রেমী ও পর্যটকরা শুধুমাত্র দিনের বেলায় ভ্রমণ করতে পারবেন।

 

জিম করবেট ন্যাশনাল পার্ক ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ স্থানগুলির মধ্যে অন্যতম। বন্যপ্রেমীদের কাছে করবেট টাইগার রিজার্ভ চিরকালই জনপ্রিয়। কিন্তু করোনার জেরে দীর্ঘদিন পার্ক বন্ধ থাকায় এখানে কর্মরত মানুষজনদের রোজগারে টান পড়েছিল। করবেট টাইগার রিজার্ভ ফরেস্টের ডিরেক্টর জানিয়েছেন, বন্যপ্রেমীদের কথা মাথায় রেখেই এই পার্ক খুলে দেওয়া হয়েছে। প্রথমদিনেই প্রায় ৫০টির কাছাকাছি সাফারির বুকিং হয়েছে। এতদিন পর করবেট টাইগার রিজার্ভ খোলায় সকলেই অত্যন্ত খুশি।

পাশাপাশি উত্তরাখণ্ডের বন এবং পরিবেশ মন্ত্রী হরক সিং রাওয়াত জানিয়েছেন, করবেট পার্ক ছাড়াও রাজাজি টাইগার রিজার্ভও আগামী এক বছরের জন্য খোলা হল। পর্যটকরা সেখানে যেতে পারবেন। তবে করোনার তৃতীয় ঢেউ আসার আগেই এই অভয়ারণ্য গুলি খুলে দেওয়ায় বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার পক্ষ থেকে আপত্তি তোলা হয়েছে। তাদের মতে এই করুণা বাইরের মানুষজন জঙ্গলের ভিতরে প্রবেশ করলে প্রাণীদের ক্ষতি হতে পারে।

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...