Monday, August 25, 2025

কোভিড বিধি মেনে খুলে দেওয়া হলো জিম করবেট ন্যাশনাল পার্ক 

Date:

Share post:

অবশেষে খুলে দেওয়া হলো জিম করবেট টাইগার রিজার্ভ (Jim Corbett National park) ফরেস্ট বা জিম করবেট ন্যাশনাল পার্ক। ২৯ জুন মঙ্গলবার থেকেই খুলে গিয়েছে এই টাইগার পার্ক (tiger safari)। আপাতত এক বছরের জন্য খোলা থাকবে পার্ক। কোভিড বিধি(covid protocols) পুরোপুরি মেনে চলা হবে। করোনা অতিমারির জেরে বহুদিন ধরেই পর্যটকদের আসা বন্ধ ছিল উত্তরাখণ্ডের (Uttarakhand) এই টাইগার পার্কে। জানা গিয়েছে, এই টাইগার রিজার্ভের পাঁচটি রেঞ্জ অর্থাৎ গর্জিয়া, বিজরানি, ধারা-ঝির্না, ঢেলা এবং পাখরোন। এই পাঁচটি রেঞ্জও একই সঙ্গে খুলে দেওয়া হল। তবে রিজার্ভ ফরেস্ট সূত্রে জানা গিয়েছে, আপাতত নাইট সাফারি (night Safari)বন্ধ রাখা হলো। বন্যপ্রেমী ও পর্যটকরা শুধুমাত্র দিনের বেলায় ভ্রমণ করতে পারবেন।

 

জিম করবেট ন্যাশনাল পার্ক ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ স্থানগুলির মধ্যে অন্যতম। বন্যপ্রেমীদের কাছে করবেট টাইগার রিজার্ভ চিরকালই জনপ্রিয়। কিন্তু করোনার জেরে দীর্ঘদিন পার্ক বন্ধ থাকায় এখানে কর্মরত মানুষজনদের রোজগারে টান পড়েছিল। করবেট টাইগার রিজার্ভ ফরেস্টের ডিরেক্টর জানিয়েছেন, বন্যপ্রেমীদের কথা মাথায় রেখেই এই পার্ক খুলে দেওয়া হয়েছে। প্রথমদিনেই প্রায় ৫০টির কাছাকাছি সাফারির বুকিং হয়েছে। এতদিন পর করবেট টাইগার রিজার্ভ খোলায় সকলেই অত্যন্ত খুশি।

পাশাপাশি উত্তরাখণ্ডের বন এবং পরিবেশ মন্ত্রী হরক সিং রাওয়াত জানিয়েছেন, করবেট পার্ক ছাড়াও রাজাজি টাইগার রিজার্ভও আগামী এক বছরের জন্য খোলা হল। পর্যটকরা সেখানে যেতে পারবেন। তবে করোনার তৃতীয় ঢেউ আসার আগেই এই অভয়ারণ্য গুলি খুলে দেওয়ায় বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার পক্ষ থেকে আপত্তি তোলা হয়েছে। তাদের মতে এই করুণা বাইরের মানুষজন জঙ্গলের ভিতরে প্রবেশ করলে প্রাণীদের ক্ষতি হতে পারে।

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...