Sunday, August 24, 2025

ভুয়ো-ভ্যাকসিন কাণ্ডের পূর্ণাঙ্গ রিপোর্ট রাজ্যের কাছে তলব হাইকোর্টের

Date:

Share post:

কসবার ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে
রাজ্য সরকারের পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট ৷ আগামী শুক্রবার, ২ জুলাইয়ের মধ্যে রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে৷

ভুয়ো-ভ্যাকসিন কাণ্ডের CBI তদন্ত-সহ অন্যান্য দাবির ভিত্তিতে কলকাতা হাইকোর্টে আপাতত চারটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে৷ বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে একইসঙ্গে সব ক’টি মামলার শুনানি শুরু হয়েছে৷ অন্যতম মামলাকারী তাপসকুমার মাইতির তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়ালের শুরুতেই দাবি করেন, এই মুহুর্তেই ভুয়ো-ভ্যাকসিন কাণ্ডের যাবতীয় নথি আদালতের নিজের হেফাজতে নেওয়া প্রয়োজন৷ না হলে সঠিক সময়ে অনেক নথির দেখা নাও মিলতে পারে৷ আর এক আবেদনকারী বিজেপি যুবমোর্চার নেতা তরুণজ্যোতি তেওয়ারির তরফে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য কলকাতা পুলিশের তদন্তে এখনই স্থগিতাদেশ দেওয়ার আর্জি জানান৷
হলফনামায় বলা হয়েছে, ভুয়ো- ভ্যাকসিন কাণ্ড এবং অভিযুক্ত
দেবাঞ্জন দেব সংক্রান্ত যাবতীয় নথি ও তথ্য কেন্দ্রীয় নিরাপত্তা বলয়ে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হোক৷

এদিনের শুনানিতে আদালত একাধিক প্রশ্ন করেন সরকারি কৌঁসুলি অনির্বাণ রায়কে৷

◾বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় – একজন প্রতারক, নিজেকে IAS পরিচয় দিয়ে গোটা রাজ্যে ঘুরে বেড়ালেন৷ তাঁর সঙ্গে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব এক মঞ্চে অনুষ্ঠান করলেন, সর্বত্র ব্যুরোক্র্যাট হিসেবে ওই প্রতারক বলে বেড়ালেন কিভাবে ? কি করছিলো পুলিশ প্রশাসন ?

◾ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি – ওই ব্যক্তি বিভিন্ন ধরনের অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে উপস্থিত ছিলেন। পুলিশের কিছু অফিসারও ছিলেন? কি করে এটা সম্ভব? আইন নীরব ছিলো কেন ?

◾বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় – ওই ব্যক্তি নিজেকে IAS পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় ভ্যাকসিন- ক্যাম্প করেছেন। কলকাতা পুরসভার কমিশনার, যুগ্ম- কমিশনার কি করছিলেন? সরকারি আইনজীবী এ সবের উত্তর দিন৷

◾ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি – পশ্চিমবঙ্গেই এই ধরনের ঘটনা ঘটে যাওয়া সম্ভব৷

রাজ্য সরকারের আইনজীবী অনির্বাণ রায় রিপোর্ট পেশের জন্য আগামী সোমবার পর্যন্ত সময় চাইলেও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এই ধরনের অভিযোগ খুবই গুরুত্বপূর্ণ৷ তাই আদালত এই মামলা দ্রুত শুনতে চায়৷ আগামী শুক্রবারের মধ্যে রিপোর্ট দিতে হবে৷ সেদিনই হবে পরবর্তী শুনানি৷

spot_img

Related articles

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...

এশিয়া কাপের জন্যই দলীপের নেতৃত্বের প্রস্তাব ফিরিয়েছিলেন শ্রেয়স!

কয়েকদিন আগেই এশিয়া কাপের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নির্বাচকরা। কিন্তু সেই দলেই সুযোগ পাননি শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)।...