Thursday, May 15, 2025

ভুয়ো-ভ্যাকসিন কাণ্ডের পূর্ণাঙ্গ রিপোর্ট রাজ্যের কাছে তলব হাইকোর্টের

Date:

Share post:

কসবার ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে
রাজ্য সরকারের পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট ৷ আগামী শুক্রবার, ২ জুলাইয়ের মধ্যে রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে৷

ভুয়ো-ভ্যাকসিন কাণ্ডের CBI তদন্ত-সহ অন্যান্য দাবির ভিত্তিতে কলকাতা হাইকোর্টে আপাতত চারটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে৷ বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে একইসঙ্গে সব ক’টি মামলার শুনানি শুরু হয়েছে৷ অন্যতম মামলাকারী তাপসকুমার মাইতির তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়ালের শুরুতেই দাবি করেন, এই মুহুর্তেই ভুয়ো-ভ্যাকসিন কাণ্ডের যাবতীয় নথি আদালতের নিজের হেফাজতে নেওয়া প্রয়োজন৷ না হলে সঠিক সময়ে অনেক নথির দেখা নাও মিলতে পারে৷ আর এক আবেদনকারী বিজেপি যুবমোর্চার নেতা তরুণজ্যোতি তেওয়ারির তরফে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য কলকাতা পুলিশের তদন্তে এখনই স্থগিতাদেশ দেওয়ার আর্জি জানান৷
হলফনামায় বলা হয়েছে, ভুয়ো- ভ্যাকসিন কাণ্ড এবং অভিযুক্ত
দেবাঞ্জন দেব সংক্রান্ত যাবতীয় নথি ও তথ্য কেন্দ্রীয় নিরাপত্তা বলয়ে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হোক৷

এদিনের শুনানিতে আদালত একাধিক প্রশ্ন করেন সরকারি কৌঁসুলি অনির্বাণ রায়কে৷

◾বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় – একজন প্রতারক, নিজেকে IAS পরিচয় দিয়ে গোটা রাজ্যে ঘুরে বেড়ালেন৷ তাঁর সঙ্গে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব এক মঞ্চে অনুষ্ঠান করলেন, সর্বত্র ব্যুরোক্র্যাট হিসেবে ওই প্রতারক বলে বেড়ালেন কিভাবে ? কি করছিলো পুলিশ প্রশাসন ?

◾ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি – ওই ব্যক্তি বিভিন্ন ধরনের অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে উপস্থিত ছিলেন। পুলিশের কিছু অফিসারও ছিলেন? কি করে এটা সম্ভব? আইন নীরব ছিলো কেন ?

◾বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় – ওই ব্যক্তি নিজেকে IAS পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় ভ্যাকসিন- ক্যাম্প করেছেন। কলকাতা পুরসভার কমিশনার, যুগ্ম- কমিশনার কি করছিলেন? সরকারি আইনজীবী এ সবের উত্তর দিন৷

◾ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি – পশ্চিমবঙ্গেই এই ধরনের ঘটনা ঘটে যাওয়া সম্ভব৷

রাজ্য সরকারের আইনজীবী অনির্বাণ রায় রিপোর্ট পেশের জন্য আগামী সোমবার পর্যন্ত সময় চাইলেও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এই ধরনের অভিযোগ খুবই গুরুত্বপূর্ণ৷ তাই আদালত এই মামলা দ্রুত শুনতে চায়৷ আগামী শুক্রবারের মধ্যে রিপোর্ট দিতে হবে৷ সেদিনই হবে পরবর্তী শুনানি৷

spot_img

Related articles

রাজ্যের ১৭ বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগে আচার্যর আপত্তি কেন? দেখবে বিচারপতি ললিতের কমিটি

রাজ্যে ১৭টি বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ নিয়ে আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Anand Bose) আপত্তির কারণ...

নাইট শিবিরে যোগ দিলেন রাসেল, নারিন-সহ ক্যারিবিয়ান ব্রিগেড

কেকেআর(KKR) সমর্থকদের স্বস্তি। বেঙ্গালুরুতে পৌঁছল নাইট রাইডার্সের ক্যারিবিয়ান ব্রিগেড। আগামী ১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে কলকাতা...

মুখ্যমন্ত্রী হতে চেয়ে উন্নয়নে বাধা শুভেন্দুর, বাংলার ক্ষতি বিজেপির: তৃণমূল যোগ দিয়ে বিস্ফোরক বার্লা

লক্ষ্মীবারের দুপুরে পদ্ম শিবিরে যোগ ধাক্কা। বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা (John...

দল নির্বাচনের আগে সিদ্ধি বিনায়কের মন্দিরে গৌতম গম্ভীর

ভারতীয় দল নির্বাচনের আগে মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে(Siddhi Vinayak Temple) সস্ত্রীক গৌতম গম্ভীর(Gautam Gambhir)। আগামী মাসেই ইংল্যান্ডের(England) বিরুদ্ধে...