Saturday, November 8, 2025

রেড রোডে দুর্ঘটনায় পুলিশ কর্মীর মৃত্যু, আহত ১৭

Date:

Share post:

রেড রোডে ভয়াবহ দুর্ঘটনায় (Accident) পুলিশ কর্মীর মৃত্যু। আহত ১৭ জন। মেটিয়াবুরুজ-হাওড়া রুটের একটি মিনিবাস (Minibus) পাঁচিল ভেঙে ঢুকে যায় ফোর্ট উইলিয়ামের (Fort William) মধ্যে। বাসের তলায় চাপা পড়ে যান এক বাইকসহ চাপা পড়ে যান এক পুলিশ কর্মী। সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার জেরে মিনিবাসের ভিতরের অংশ লন্ডভন্ড হয়ে যায়। আহত হন ১৭ জন যাত্রী। গুরুতর আহত তিনজন। দুর্ঘটনার সময় বাসে ৩০-৩৫ জন ছিলেন বলে সূত্রের খবর।

প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, বেপরোয়া গতিতে মিনিবাসটি বাঁ দিকে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গাছে ও পরে ফোর্ট উইলিয়ামের পাঁচিলে ধাক্কা দেয়। সেই সময় ওই পাশ থেকে আসা একটি বাইক মিনিবাসের তলায় চাপা পড়ে যায়। বাসের নীচে আরোহীসহ বাইক চাপা পড়ে থাকায় সেটি দীর্ঘক্ষণ সরানো যায়নি। পরে ক্রেন এনে বাসটিকে উঁচু করে ওই পুলিশকর্মীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়। সূত্রের খবর ওই বাইক আরোহীর নাম বিবেকানন্দ ডাক। কলকাতা পুলিশের কর্মী ছিলেন তিনি।

আরও পড়ুন:বিজেপির শরিক দলে ভাঙন, বিধায়ক পদ থেকে সরলেন বৃষকেতু দেববর্মা

দুর্ঘটনার জেরে বাসের ভিতরের সিট (Seat) লন্ডভন্ড হয়ে গিয়েছে। সেনাবাহিনীর জওয়ানরা রাস্তায় বেরিয়ে যান নিয়ন্ত্রণ শুরু করেছেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকেই আবার সরকারি-বেসরকারি বাস রাস্তায় নেমেছে। আর প্রথম দিনই ভয়াবহ দুর্ঘটনা।

 

spot_img

Related articles

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...