বিজেপির শরিক দলে ভাঙন, বিধায়ক পদ থেকে সরলেন বৃষকেতু দেববর্মা

বিশেষ প্রতিনিধি,আগরতলা:

আইপএফটি’র সিমনা’র বিধায়ক বৃষকেতু দেববর্মা বিধায়ক পদ থেকে সর দাঁড়িয়েছেন। পদত্যাগের চিঠি দিয়েছেন বিধানসভার অধ্যক্ষকে। আইপিএফটি প্রধান এন সি দেববর্মাকে চিঠির প্রতিলিপি দিয়েছেন, মুখ্যমন্ত্রীকেও। কিন্তু আনুষ্ঠানিক ভাবে ইস্তফাপত্র জমা না দেওয়ায় তার ইস্তফা এখনও গৃহীতই হয়নি। কেন এই ধাক্কা দিলেন বৃষকেতু, তাই নিয়ে উঠে আসছে একাধিক জল্পনা।
পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণ দেখালেও, তিপ্রা মথায় যোগ দেবার জন্যই বৃষকেতু বিধায়ক পদ ছাড়ছেন বলে ত্রিপুরায় চাউর। তিপ্রা মথায় তাঁকে সহ-সভাপতি পদ দেয়া হতে পারে এমনটাই শোনা যাচ্ছে। পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে সিমনা থেকেই বিধানসভায় প্রার্থী করা হবে বলে খবর।  বৃষকেতুর দেখাদেখি গন্ডছড়ার বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরাও একই পথেই হাঁটছেন বলে ইঙ্গিত। যদিও তিনি এখনও ইস্তফা দেননি।
আইপিএফটি ছেড়ে তিপ্রা মথায় বৃষকেতু দেববর্মা বিজেপি’র সায় নিয়েই যাচ্ছেন বলে একটি সূত্র দাবি করছে। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গেও নাকি এই ব্যাপারে সপ্তাহখানেক আগে তাঁর কথা হয়েছে বলে মহাকরণের আধিকারিক স্তরের একাধিক সূত্র দাবি করেছে।

Previous articleশাহ-নাড্ডাদের জরুরি তলবে বিধানসভা অধিবেশনের আগেই ফের দিল্লিতে শুভেন্দু
Next articleরেড রোডে দুর্ঘটনায় পুলিশ কর্মীর মৃত্যু, আহত ১৭