১৫ বছরের পথ চলায় ইতি। বিবাহবিচ্ছেদ করছেন আমির খান (Amir Khan) ও কিরণ রাও (Kiran Rao)। যৌথ বিবৃতিতে জানিয়েছেন তাঁরা। তবে, তাঁরা তাঁদের সন্তানের অভিভাবকত্ব যৌথভাবেই পালন করবেন। এবং তাঁদের বাণিজ্যিক সংস্থা ‘পানি’ (Paani) যৌথ মালিকানা বজায় রাখবেন বলে বিবৃতিতে জানিয়েছেন।

‘লগন’-র শুটিংয়ের সময় কিরণ রাওয়ের সঙ্গে প্রেম। তারপর প্রথম স্ত্রী রিনা দত্কে ডিভোর্স দিয়ে কিরণ রাওকে বিয়ে করেন আমির খান। তাঁদের একটি পুত্র সন্তান রয়েছে।

বিস্তারিত আসছে…
আরও পড়ুন:স্বস্তি দিয়ে দেশে নিম্নমুখী কোভিড গ্রাফ, দৈনিক সংক্রমণের সঙ্গে কমল মৃত্যুও
