Wednesday, August 20, 2025

রাজ্যের ৭ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি শুরু নির্বাচন কমিশনের

Date:

Share post:

রাজ্যের সাত বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন। পাশাপাশি কমিশন রাজ্যের কাছে জানতে চেয়েছিল, রাজ্যের শূন্য রাজ্যসভার আসন ২ টিতে উপনির্বাচন এখনই করা যাবে কিনা! কমিশনের এই প্রশ্নের উত্তরে শুক্রবার রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়, শুধু রাজ্যসভা নয়, ৭টি বিধানসভার নির্বাচনও করা সম্ভব। এ বিষয়ে কোনও অসুবিধার কথা জানায়নি রাজ্য সরকার।

যদিও রাজ্য সরকারের থেকে উত্তর আসার আগেই ভবানীপুর সহ রাজ্যের সাত বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে উদ্যোগী হয়েছে কমিশন। দক্ষিণ কলকাতার ৪ টি বিধানসভা কেন্দ্র অর্থাৎ ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ ও কলকাতা বন্দরে ভোটের সময়ে যে ইভিএম মেশিনগুলি ব্যবহৃত হয়েছিল, মূলত সেগুলি সব ঠিক রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। পুরনো সিল কেটে ইভিএমগুলিকে ক্লিয়ার করার কাজ চলছে অত্যন্ত দ্রুততার সঙ্গে। সমস্ত রাজনৈতিক দলের দলের প্রতিনিধিদের উপস্থিতিতে শুরু হয়েছে দক্ষিণ কলকাতার গোপালনগরে সার্ভে বিল্ডিংয়ে ইভিএম ও পোস্টাল ব্যালট পরীক্ষার কাজ।

প্রসঙ্গত, যে ৭ টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে সেগুলি হল:‌ ভবানীপুর, খড়দহ, জঙ্গিপুর, সামসেরগঞ্জ, শান্তিপুর, দিনহাটা, গোসাবা। ভবানীপুর কেন্দ্রে ভোটের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। সম্ভবত ওই আসনেই প্রার্থী হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ইতিমধ্যেই ভবানীপুর আসন থেকে জিতে আসা শোভনদেব চট্টোপাধ্যায়(Sovandeb Chatterjee) বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। খড়দহের বিধায়ক কাজল সিনহা (Kajal Sinha) ভোটের ফলাফল প্রকাশের আগেই মারা যান। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। ভবানীপুর কেন্দ্র থেকে ইস্তফা দেওয়া শোভনদেব চট্টোপাধ্যায় খড়দহে প্রার্থী হতে পারেন বলে খবর তৃণমূল সূত্রে। এছাড়াও দিনহাটা, শান্তিপুরে ফের ভোট হবে। কারণ বিজেপির জয়ী ২ বিধায়ক নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন। সাংসদ হিসাবেই কাজ করছেন তাঁরা। এছাড়া গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর কদিন আগেই করোনা আক্রান্ত হয়ে মারা যান। তাই গোসাবা আসনে ফের ভোট হবে। এছাড়া মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর এবং সামসেরগঞ্জে বিধানসভা ভোটের সময় নির্বাচন হয়নি। কারণ ওই ২ কেন্দ্রে করোনা সংক্রমণে প্রার্থীদের মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত রাখতে হয়েছিল। তাই মুর্শিদাবাদ জেলার ২ আসনে ফের ভোট হবে।

আরও পড়ুন- সূচনার মাত্র ১৫ দিনের মধ্যেই ”কৃষক বন্ধু” প্রকল্পে ৬২ লক্ষ চাষিকে অনুদান মমতার

 

spot_img

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...