Wednesday, May 7, 2025

‘আগে বাস নামান’, বাস-মালিকদের বললেন ফিরহাদ, বৈঠক নিষ্ফল

Date:

Share post:

রাজ্যে বাসের ভাড়া বাড়ানো নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বাসমালিকদের বৈঠকে কোনও রফাসূত্র বেরিয়ে এলো না। নিজেদের দাবিতে অনড় রইলেন বাসমালিকরা৷ আর সরকার জানালো, আগে বাস পথে নামাতে হবে, তারপর আলোচনা৷

বৈঠকের পর পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, “ওনাদের বলা হয়েছে, আগে বাস পথে নামাতে হবে। তারপর ভাড়াবৃদ্ধি নিয়ে বিবেচনা করবে সরকার”৷

সংক্রমণ রোধে রাজ্যে লাগু থাকা কার্যত লকডাউনের বিধি লঘু করে গত ১ জুলাই থেকে রাস্তায় বাস নামানোর অনুমতি দিয়েছে রাজ্য সরকার। কিন্তু তা সত্ত্বেও রাস্তায় নেই বেসরকারি বাস। বাস-মালিকদের দাবি, জ্বালানি তেল ও অন্যান্য যন্ত্রাংশের দাম যে ভাবে বেড়েছে তাতে ভাড়া না বাড়ালে বাস চালানো সম্ভব নয়। মালিকদের দাবি, কলকাতায় ন্যূনতম ১০ টাকা বাসভাড়া করতে হবে৷
ভাড়া নিয়ে আলোচনার জন্যই সোমবার বৈঠক ডেকেছিলেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। বৈঠকে বাসমালিক সংগঠনগুলির প্রতিনিধিরা হাজির ছিলেন৷ মালিকদের তরফে জানানো হয়, ভাড়া না বাড়ালে বাস চালানো সম্ভব নয়৷ পরিবহণ মন্ত্রী বলেন, আগে রাস্তায় বাস নামিয়ে পরিস্থিতি স্বাভাবিক করুন। মানুষের দুর্ভোগ বাড়ছে৷ বাস চলার পর ভাবা হবে বাসভাড়া বৃদ্ধি নিয়ে। বৈঠকের পর ফিরহাদ হাকিম বলেন, “আমি বলেছি, আগে বাস রাস্তায় নামিয়ে সাধারণ মানুষের ভোগান্তি লাঘব করতে হবে। তারপর বাসভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা হবে৷ ভাড়াবৃদ্ধি নিয়ে বিশেষজ্ঞ কমিটির
সুপারিশ জমা পড়েছে। রিপোর্ট খতিয়ে দেখে ঠিক সময়ে সরকার পদক্ষেপ করবে।”
এদিকে জানা গিয়েছে, সরকারের নির্দেশে মালিকরা রাস্তায় বাসের সংখ্যা বাড়াবেন এমন আশা ক্ষীণ। রাজ্যও তা আঁচ করেছে৷ তাই বিকল্প রাস্তার সন্ধান করছে পরিবহণ দফতর। বেসরকারি বাস ভাড়া নিয়ে চালাতে পারে সরকার, এমনই শোনা যাচ্ছে৷

spot_img

Related articles

উচ্চ মাধ্যমিকে হুগলির দুর্দান্ত দাপট, মেধা তালিকায় ১৪ জন পড়ুয়া

৭ মে, বুধবার প্রকাশিত হল ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মাত্র ৫০ দিনের মধ্যে ফল প্রকাশ করল...

সিঁদুরে মেঘ দেখে প্রলাপ শাহবাজের! রাফাল-সহ ৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি

পহেলগাঁওতে জঙ্গিহানার প্রত্যাঘাত অপারেশন সিন্দুর। তারপরই দিশেহারা পাকিস্তান সরকার শুরু করেছে প্রলাপ ও প্ররোচনা। পাক অধিকৃত কাশ্মীর ও...

মঙ্গলের পরে বুধেই উল্টো সুর! SLST মামলায় আবার স্থগিতাদেশ হাই কোর্টের

এসএলএসটি-র সুপার নিউমেরারি পদে (super numerary post) নিয়োগে হাই কোর্টের স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নিয়োগে বাধা নেই,...

উচ্চমাধ্যমিকে যুগ্ম নবম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যমজ দুই ভাই 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর মেধা তালিকায় নজরকাড়া সাফল্য এনে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ...