Tuesday, November 11, 2025

“মরে গেলেও পিছিয়ে আসব না”- কেন হুঙ্কার দিলেন শীর্ণকায় লালু?

Date:

Share post:

“মরে গেলেও আমরা পিছিয়ে আসব না৷”- প্রায় সাড়ে তিন বছর পরে জেল মুক্তির পরে বিহারের নীতীশ সরকারের বিরুদ্ধে লড়াইয়ে হুঁশিয়রি দিলেন আরজেডি (Rjd) সুপ্রিমো তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav) ৷ আরজেডি-র 25 বছর পূর্তি উপলক্ষ্যে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। পুত্র তেজস্বীর (Tejaswi Yadav) ভূয়সী প্রশংসা করেন লালু। তাঁর কথায়, তেজস্বী যে এত ভালো নেতৃত্ব দেবেন, তা তিনি আশা করিনি৷ দলের ব্যাটন নিরাপদ হাতে রয়েছে বলে মত আরজেডি প্রধানের৷ লালুর দাবি, স্ত্রী রাবড়ি দেবী এবং ছেলে তেজস্বী না থাকলে জেলেই হয়তো তাঁর মৃত্যু হত৷

তবে, এদিন লালুর বক্তৃতার আগাগোড়াই নিশানায় ছিল নীতিশ কুমারের (Nitin Kumar) নেতৃত্বাধীন এনডিএ সরকার। তিনি বলেন, করোনার (Corona) ধাক্কায় দেশের অর্থনীতি সঙ্কটে৷ এখন দেশের সাম্প্রদায়িক একতাকে নষ্ট করার চেষ্টা চলছে৷ অযোধ্যার পর এবার মথুরা নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে৷ দুর্নীতি এবং করোনা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে নীতীশ সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তোলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন তিনি৷

পশুখাদ্য কেলেঙ্কারিতে প্রায় সাড়ে তিন বছর জেলে থাকার পর জামিনে মুক্তি পান অভিযুক্ত লালুপ্রসাদ৷ জেলবন্দি অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে পাটনা এবং পরে দিল্লিতে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তাঁর চেহারা অনেক শীর্ণ হয়েছে৷ মাঝেমধ্যে কথাও জড়িয়ে যাচ্ছিল৷ আপাতত দিল্লিতে মেয়ে মিসা ভারতীর বাড়িতে রয়েছেন লালুপ্রসাদ৷ লালুর দাবি, সুস্থ হয়ে খুব শিগগিরই বিহারে ফিরবেন তিনি৷ রাজ্যে ক্ষমতায় আরও জোরালো ভাবে ফিরে আসবে আরজেডি৷

 

 

spot_img

Related articles

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny...

কড়া নিরাপত্তায় শুরু বিহারের দ্বিতীয় দফার নির্বাচন: নজরে গুরুত্বপূর্ণ কেন্দ্র

প্রথম দফা নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট দানে বিহারে জমে উঠেছে বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ১২১টি আসনে নির্বাচনে ভোটদানের হার...

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...