Thursday, May 15, 2025

বঙ্গভঙ্গ: দাবিতে অনড় বার্লা, কেন্দ্রে নালিশ জানাবেন দিলীপ!

Date:

Share post:

শপথ গ্রহণের পর বলেছিলেন, “আপাতত বিতর্কে জড়াতে চাই না”। তবে সেটা ছিল নিতান্ত সাময়িক প্রতিক্রিয়া। তারপরেই ফের উত্তরবঙ্গ ভাগের দাবিতে সরব হলেন জন বার্লা (John Barla)। আর সরাসরি বিষয়টি সমর্থন না করলেও বিরোধিতাও করলেন না আরেক প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nishith Pramanik)। তবে, এই বিষয়ে এখনও নিজেদের অবস্থানে একই আছেন বিজেপির (Bjp) রাজ্য নেতৃত্বের। বার্লা-নিশীথদের বিরুদ্ধে কেন্দ্রে নালিশ জানাবেন বলে জানালেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্রীয়শাসিত অঞ্চলের দাবি জানিয়ে রাজ্য-রাজনীতিতে বিতর্ক তৈরি করেছিলেন জন বার্লা। তাঁর রাজ্য বিভাজনের প্রস্তাব থেকে নিজেদের দূরত্ব বজায় রেখেছিলেন বিজেপি নেতৃত্ব। দিলীপ ঘোষেরা জানিয়ে দেন, এ প্রস্তাব একান্তই বার্লার নিজস্ব। দলের এতে কোনও সায় নেই। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেও বার্লা বলেন, স্থানীয় মানুষের দাবি মেনে উত্তরবঙ্গ বিভাজনের প্রয়োজন রয়েছে। রাজনৈতিক মহলের মতে, তৃণমূল সরকারকে নিত্যদিন উত্যক্ত করতেই অমিত শাহের প্রতিমন্ত্রী পদে বসানো হয়েছে নিশীথকে। বাংলার উত্তরবঙ্গ ভাগের দাবিতে নিশীথও একজন সমর্থক।

আরও পড়ুন-দেবাঞ্জন-কাণ্ড নিয়ে আজই আদালতে FIR করতে পারে ED, সংঘাতের শঙ্কা

তবে বঙ্গভঙ্গ প্রসঙ্গে এখনও নিজের অবস্থানে অনড় রয়েছেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলা ভাগের বিরুদ্ধে তাঁরা। দলের কেউ যদি এই নিয়ে সরব হন সেটা শীর্ষ নেতৃত্ব এবং কেন্দ্রীয় সরকারকে জানানো হবে বলেও মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি। এখন এই পরিস্থিতিতে বার্লাদের অবস্থান কী হয় সেটাই দেখার।

 

spot_img

Related articles

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...

শক্তি: ঘূর্ণিঝড়ের আশঙ্কাই নেই, জানাল মৌসম ভবন

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ‘সাইক্লোনিক সার্কুলেশন’ নিয়ে গত কয়েকদিন ধরেই উৎকণ্ঠা ছড়িয়েছিল রাজ্যজুড়ে। সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘শক্তি’ ঘিরে ছিল নানা...

ফিরলেন জওয়ান পূর্ণম! স্বামীর সঙ্গে পাঠানকোটে দেখা করতে যাচ্ছেন স্ত্রী রজনী

২২ দিনের উদ্বেগ, অপেক্ষা এবং স্নায়ুচাপের অবসান ঘটিয়ে অবশেষে সুখবর পৌঁছল হুগলির সাউ পরিবারে। পাকিস্তানে আটকে পড়া বিএসএফ...

দোহায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ মুকেশ আম্বানির, নৈশভোজে কী আলোচনা!

কাতারের (Qatar) দোহায় ফের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trum) ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি...