Wednesday, November 5, 2025

দায় এড়াতে NHRC জানালো, রিপোর্ট ফাঁস তাঁরা করেনি, ফের তৃণমূলের তোপে কমিশন

Date:

Share post:

বিপাকে জাতীয় মানবাধিকার কমিশন৷ দায় এড়াতে সাফাই- বিবৃতি কমিশনের৷

বাংলায় তথাকথিত ভোট-পরবর্তী হিংসা নিয়ে আদালতের নির্দেশেই কমিশন একটি রিপোর্ট হাইকোর্টে পেশ করেছে৷ এর পরই প্রশ্ন উঠেছে, আদালতে দাখিল করা গোপনীয় ওই রিপোর্ট প্রত্যেকের হাতে হাতে ঘুরছে কীভাবে? অভিযোগ উঠেছে, কমিশনের তরফেই গোপন এই রিপোর্ট ফাঁস করা হয়েছে৷ এই অভিযোগ এনে সরাসরি কাঠগড়ায় তোলা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে৷ কমিশনের বিরুদ্ধে তোপ দেগে বলা হচ্ছে, যে কাজ এখনও বিজেপি করে উঠতে পারেনি, গেরুয়া- শিবিরের স্বার্থ রক্ষা করে ঠিক সেই কাজই করে দেখালো ভারতবর্ষের মানবাধিকার কমিশন৷ এই কমিশনকে বিজেপির ‘শাখা সংগঠন’ হিসাবে চিহ্নিত করেছে রাজনৈতিক মহল৷ তাঁদের কথায়, বাংলার মানুষ ইতিমধ্যেই এক বিজেপি কর্মীকে রাজ্যপালের দায়িত্ব সামলাতে দেখেছে,
এবার সাংবিধানিক এক কমিশনকে দেখা গেলো বিজেপির ফ্রন্টাল- অর্গানাইজেশন’ হিসেবে৷ রিপোর্ট এইভাবে ফাঁস হয়ে যাওয়ায় ইতিমধ্যেই আইনি পদক্ষেপ করার কথাও বলেছেন রাজ্যের এক মন্ত্রী ৷ প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টে পেশ করা জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে ‘কুখ্যাত অপরাধী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও মন্ত্রীকে।

তাঁদের বিরুদ্ধে এই অভিযোগ বড়ভাবে উঠে আসায় বেকায়দায় পড়েছে জাতীয় মানবাধিকার কমিশন৷ কমিশনের মিডিয়া বিভাগ তড়িঘড়ি এক প্রেস- বিজ্ঞপ্তি জারি করে নিজেদের দায় এড়ানোর চেষ্টা করেছে৷ ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশন হাইকোর্টের নির্দেশে ওই তদন্ত করেছে৷ মুখবন্ধ করা খামে গত ১৩ জুলাই রিপোর্ট জমা দেওয়া হয়েছে হাইকোর্টে ৷ এরপর আদালত ওই মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের রিপোর্টের কপি দেওয়ার নির্দেশ দেয়৷ ওই নির্দেশ মেনে কমিশন সংশ্লিষ্ট আইনজীবীদের হাতেও তদন্ত রিপোর্টের কপি, যা আদালতে দাখিল করা হয়েছে, তা তুলে দেওয়া হয়েছে৷ মামলাটি এখনও বিচারাধীন৷ সুতরাং কমিশন ওই রিপোর্ট আদালত যাদের দিতে বলেছে, তাঁদের ছাড়া আর কাউকে দেয়নি৷ কমিশন ওই রিপোর্ট ফাঁসও করেনি৷

এই প্রেস-বিবৃতির প্রেক্ষিতে তৃণমূলের তরফে বলা হয়েছে, বিজেপির হয়ে পরিকল্পিতভাবে ওই রিপোর্ট ফাঁস করে রাজ্য সরকার এবং শাসক দলের একাধিক নেতা-মন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করতে চাইছে কমিশন’ই৷
দায় এড়াতে কমিশন এখন যতই সাফাই দিক, আইনি ব্যবস্থা নেওয়া হবে জাতীয় মানবাধিকার কমিশনের বিরুদ্ধেই৷ কমিশনের এই রিপোর্ট ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও মন্তব্য করা হয়েছে৷

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...