আগামী সপ্তাহে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ

আগামী সপ্তাহের গোড়ার দিকেই উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শুরু হবে। স্কুল সার্ভিস কমিশন সূত্রে এই খবর জানা গিয়েছে। বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কমিশনের কর্তাদের বৈঠক ছিল। তাতে ইন্টারভিউয়ের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। কমিশনের এক সূত্রের দাবি, সব ঠিকঠাক থাকলে আজ শুক্রবার এই ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। তবে, নিয়োগ নিয়ে প্রার্থীদের একাংশ ডিভিশন বেঞ্চে মামলা করেছেন। এটাই মাথাব্যথার কারণ হয়ে উঠেছে কমিশনের কাছে । অবশ্য, আদালত এই বিষয়ে অন্য কোনও নির্দেশ যতদিন না দেয়, ততদিন সিঙ্গল বেঞ্চের নির্দেশ অনুযায়ী ইন্টারভিউ প্রক্রিয়া চালিয়ে যেতে কোনও অসুবিধা হবে না কমিশনের ।

 

 

Previous articleদায় এড়াতে NHRC জানালো, রিপোর্ট ফাঁস তাঁরা করেনি, ফের তৃণমূলের তোপে কমিশন
Next articleপুলিশ আধিকারিককে বাবা বলে পরিচয়, এবার ভুয়ো সার্জেন্ট সুলগ্নার খোঁজে পুলিশ