বাংলাদেশে অভিনেত্রী হিসাবে তিনি যথেষ্ঠ জনপ্রিয়। এপার বাংলার বউ তিনি- রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)- পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ঘরণী। এবার টলিউডের সিনেমাতেও ডেবিউ করতে চলেছেন মিথিলা। পরিচালক রাজর্ষি দের (Rajorshee De) ছবিতে দেখা যাবে তাঁকে।

পরিচালক জানালেন, রাজর্ষি দে শেক্সপিয়রের ম্যাকবেথ অবলম্বনে ছবি করছেন তিনি। ছবির নাম ‘মায়া’। ছবিতে মিথিলার পাশাপাশি রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, কণিনীকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, সুদীপ্তা চক্রবর্তী, সৌরভ দাস, অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রণজয় ভট্টাচার্য।

রাজর্ষি দে জানান, সব ঠিক থাকলে রথযাত্রার পর থেকেই ছবির কাজ শুরু হবে। তবে, শ্যুটিংয়ের অনুমতি এখনও পাওয়া যায়নি।

টলিউডের ছবিতে ডেবিউ করার বিষয়ে মিথিলা জানান, রাজর্ষির ছবিতে অভিনয়ের খবরটা সত্যি। তবে এবিষয়ে আর কিছু তিনি বলতে পারবেন না। তবে, সিনে প্রেমীদের প্রশ্ন সৃজিতের ছবি দিয়ে ডেবিউ না করে, রাজর্ষির ছবিতে টলিউডে ডেবিউ কেন? এই প্রশ্নের উত্তরও সযত্নে এড়িয়ে গিয়েছেন মিথিলা।
