Sunday, August 24, 2025

রাজনীতি ছেড়ে ফের ক্রিকেটের বাইশ গজ, এবার কোচের ভূমিকায় লক্ষ্মীরতন শুক্লা

Date:

Share post:

বিধানসভা ভোটের আগে স্রোতে ভেসে অনেক নেতা-মন্ত্রীরা তৃণমূল ত্যাগ করেছিলেন। তাঁদের বেশিরভাগ গেরুয়া হাওয়া গায়ে মেখেছিলেন। তবে ব্যতিক্রমী তিনি। সুবিধাবাদীদের মতো ভোটের আগে শুধু তৃণমূল ছাড়েননি, ছেড়েছিলেন সক্রিয় রাজনীতি। তিনি লক্ষ্মীরতন শুক্লা (Lakshi Ratan Shukla)। বাংলা, ভারত ও আইপিএলের প্রাক্তন ক্রিকেটার। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজনীতির ময়দানে হাতেখড়ি হওয়ার পর ২০১৬ সালে তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়িয়ে জিতেছিলেন। এবং রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছিলেন। ঠিক একুশের বিধানসভা ভোটের আগে ডামাডোলের বাজারে দল ছাড়েন। মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন। তখন মনে করা হয়েছিল, বাকিদের মতো তিনিও বিজেপিতে নাম লেখাবেন। কিন্তু না। খেলায় ফিরতে চেয়েই রাজনীতিকে আলবিদা বলেছিলেন। নেত্রীকে সেকথা বলেও ছিলেন। যেমন কথা তেমন কাজ। ফের খেলার মাঠেই ফিরলেন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার ও বাংলার অধিনায়ক লক্ষ্মীরতন। বাংলা অনূর্ধ্ব-২৩ দলের কোচ হলেন তিনি। আজ, শনিবার বিবৃতি দিয়ে জানিয়ে দিল বাংলা ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা সিএবি।

বাংলা ক্রিকেটে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী। দেশের হয়ে তিনটি ওয়ান-ডে ম্যাচ খেলা লক্ষ্মী কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ডেয়ারডেভিলস ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলও খেলেছেন। তিনি বাংলা ক্রিকেট তথা ঘরোয়া ক্রিকেটের একজন জনপ্রিয় পরিচিত নাম।

সিএবি-র বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী বছর মার্চ মাস পর্যন্ত বাংলা দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে থাকবেন ভিভিএস লক্ষণ ( VVS Laxman)। প্রধান কোচ হিসেবেই থাকছেন অরুণ লালও (ArunLal)। অন্যদিকে, সৌরাশিস লাহিড়ীকে (Saurasish Lahiri) করা হল বাংলার সিনিয়র দলের সহকারি কোচ। বোলিং কোচের ভূমিকায় এলেন বাংলার আরেক প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল (Shabsankar Paul).

আরও পড়ুন- এবার নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

 

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...