Thursday, August 21, 2025

মুখ পুড়ল ত্রিপুরা সরকারের, টিকাকরণ নিয়ে সঠিক তথ্য প্রকাশের নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, আগরতলা:

ত্রিপুরা দাবি করেছিল, টিকা পাওয়ার ক্ষেত্রে যোগ্যদের ৮০ শতাংশকেই টিকার প্রথম ডোজ দেওয়া হয়ে গিয়েছে। সেই দাবির প্রায় ১৩ দিন পর ত্রিপুরা হাইকোর্ট জানিয়ে দিল রাজ্যের সরবরাহ করা তথ্যে ভুল রয়েছে। যত দ্রুত সম্ভব সঠিক তথ্য পরিবেশন করার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে আদালত।

প্রধান বিচারপতি অখিল কুরেশি ও বিচারক শুভাশিস তলাপাত্র গত শুক্রবার কোভিড অতিমারি মোকাবিলার ত্রিপুরার পরিকাঠামো বিষয়ক একটি সুয়োমোটো মামলার শুনানিতে দেখেন যে  দুটি স্থানীয় ইংরাজি দৈনিকে প্রকাশিত খবরে ন্যাশানাল হেল্থ মিশনের ডিরেক্টর ডঃ সিদ্ধার্থ শিব জয়সওয়াল দাবি করেছেন টিকা নিতে যোগ্যদের মধ্যে প্রায় ৮০ শতাংশের ও ৪৫ বছরের বেশি বয়সীদের প্রায় ৯৮ শতাংশ মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।
এরপরই আদালতের নির্দেশে উল্লেখ করা হয়েছে, ‘কোনও দিক থেকেই এই তথ্য ঠিক নয়। যে তারিখে মিশন ডিরেক্টর এই দাবি করেছেন তখন ২৪,২৬, ৮০৩টি ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর মধ্যে ৫,৬৬,৪৫৮টি দ্বিতীয় ডোজ। সেক্ষেত্রে মোট ১৮, ৬০, ৩৪৫জনকে টিকা দেওয়া হয়েছে। একই মানুষকে দ্বিতীয় ডোজও দেওয়া হয়েছে এই সংখ্যাটা মনে হয় ভুলে গিয়ে তিনি এই তথ্য পেশ করেছেন।
এদিকে কোর্ট ইতিমধ্যেই মিশন ডিরেক্টরকে নির্দেশ দিয়েছে সরকারিভাবে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করতে যেখানে তাঁদের তরফে কোনও তথ্যগত ভুল ছিল সেটা উল্লেখ করতে অথবা সংবাদমাধ্যমের তরফে কোনও ভুল বোঝাবুঝি হয়েছিল কিনা সেটা যত দ্রুত সম্ভব সামনে আনার। তবে স্বাস্থ্য দফতরের এক আধিকারিকের দাবি, আমরা তথ্য যাচাই করে দেখেছি। কোনও ভুল নেই।

 

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...