সেঞ্চুরির গণ্ডি পেরিয়েও লাগামছাড়া ভাবে বেড়ে চলেছে দেশে পেট্রোল-ডিজেলের দাম(petrol diesel price)। ব্যাপক দামবৃদ্ধির জেরে স্বাভাবিকভাবেই মূল্য বৃদ্ধি ঘটেছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের। ফলস্বরূপ গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের দুর্দশা চরম আকার ধারণ করেছে। আর এই দুর্দশাকেই সাফাই হিসেবে তুলে ধরলেন মধ্যপ্রদেশের(Madhya Pradesh) বিজেপি মন্ত্রী(BJP minister) ওম প্রকাশ সাকলেচা(Om Prakash saklecha)। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে একেবারে দার্শনিক ভাষায় তিনি জানালেন, “জীবনে সমস্যা থাকলেই সুখের আনন্দ উপলব্ধি করা যায়।” তার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।

শনিবার মধ্যপ্রদেশের ছতরপুরে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একেবারে দার্শনিক ভঙ্গিতে মধ্যপ্রদেশের শিল্প মন্ত্রী জানান, “জীবনে সমস্যাই সুখের আনন্দ উপলব্ধি করায়। যতক্ষণ না একটিও সমস্যা না আসছে ততক্ষণ সুখের আনন্দ আসে না।” শুধু তাই নয়, মোদি শাসনে এহেন দুর্দশায় সংবাদমাধ্যমের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, “মোদির নীতি ব্যর্থ হয়েছে, এই সকল গুজব ছড়ানো হচ্ছে। মানুষ মোদিজীর সকল নীতি সাদরে গ্রহণ করেছে।” তবে বিজেপির নেতা মন্ত্রীরা মনগড়া সাফাই চালিয়ে গেলেও ক্ষোভ মিটছে না মানুষের। দেশের নানা প্রান্তে ইতিমধ্যেই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলন বিক্ষোভ শুরু করেছে বিরোধিরা। রাজ্যে ও কেন্দ্রের জনবিরোধী এই নীতির বিরুদ্ধে জেলায় জেলায় চলছে আন্দোলন।

MP Minister's bizarre response on fuel prices “Troubles make you realise the happiness of good times. if there’s no trouble, you won’t be able to enjoy happiness @ndtv @ndtvindia @manishndtv @GargiRawat #PetrolPriceHike #PetrolDieselPrice pic.twitter.com/hjUivyepY1
— Anurag Dwary (@Anurag_Dwary) July 11, 2021
এদিকে ১১ জুলাই রবিবার পেট্রোল-ডিজেলের দাম না নতুন করে না বাড়ানো হলেও ইতিমধ্যেই দেশের সমস্ত বড় শহরে ১০০ টাকা পার করেছে পেট্রোলের দাম ডিজেলের দামও ১০০ ছুঁই ছুঁই। রবিবার কলকাতায় পেট্রোলের দাম ১০১ টাকা ১ পয়সা। এবং ডিজেলের দাম ৯২ টাকা ৯৭ পয়সা। আগামী দিনে পেট্রোল-ডিজেলের দাম আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
