Friday, November 28, 2025

ওলিকে সরিয়ে দ্রুত দেউবাকে দেশের প্রধানমন্ত্রী পদে নিয়োগের নির্দেশ শীর্ষ আদালতের

Date:

Share post:

দেশের শীর্ষ আদালতের নির্দেশে সরে যেতে হচ্ছে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে। সোমবার নেপালের প্রধান বিচারপতি চোলেন্দ্র শামসের রানার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ আগামী ২৮ ঘন্টার মধ্যে নেপালি কংগ্রেসের প্রেসিডেন্ট শের বাহাদুর দেউবাকে দেশের প্রধানমন্ত্রী পদে নিয়োগ করার জন্য রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারীকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ভেঙে দেওয়া জাতীয় সংসদকেও পুনর্বহাল করেছে আদালত ।

নেপালে গত বছরের শেষের দিক থেকেই রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। ক্ষমতাসীন নেপাল কমিউনিস্ট পার্টির দুই গোষ্ঠীর মধ্যে লড়াই তুঙ্গে ওঠে। প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকুমার ওরফে প্রচণ্ড এবং মাধব নেপাল গোষ্ঠী প্রধানমন্ত্রীর পদ থেকে কে পি শর্মা ওলিকে সরানোর জন্য উঠেপড়ে লাগেন। গত বছরের ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সুপারিশ মতো দেশের জাতীয় সংসদ ভেঙে দিয়ে মধ্যবর্তী নির্বাচনের কথা ঘোষণা করেন রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারী। চলতি বছরের এপ্রিলের ৩০ তারিখ থেকে ১০ মে’র মধ্যে নির্বাচন হবে বলে জানান তিনি। ওই নির্দেশের ফলে কার্যত প্রধানমন্ত্রীর কুর্সি বাঁচাতে সক্ষম হন নেপাল কমিউনিস্ট পার্টির অন্যতম নেতা ওলি।

কিন্তু আচমকাই গত ২২ মে ফের দেশে নতুন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারী। নভেম্বরের ১২ ও ১৯ তারিখ নতুন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন। সংসদে আস্থা ভোটে হেরে যাওয়ার পরেও তদারকি প্রধানমন্ত্রী হিসেবে কেপি শর্মা ওলিকেই নিয়োগ করেন। রাষ্ট্রপতির ওই নির্দেশের বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন বিরোধী দলের নেতারা। সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ৩০টির মতো আবেদন জমা পড়ে। সেই আবেদনের শুনানি শেষে এদিন নেপাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন ।

spot_img

Related articles

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...

বছর শেষে মার্কিন বাণিজ্য চুক্তিতে ফয়সালা: তার আগেই ভারত সফরে পুতিন!

ভারতের উপর মার্কিন শুল্ক চাপানোর জন্য দায়ী ভারত-রাশিয়া সম্পর্ক, স্পষ্ট বিশ্বের সামনে রেখেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald...

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...