Thursday, August 21, 2025

ওলিকে সরিয়ে দ্রুত দেউবাকে দেশের প্রধানমন্ত্রী পদে নিয়োগের নির্দেশ শীর্ষ আদালতের

Date:

Share post:

দেশের শীর্ষ আদালতের নির্দেশে সরে যেতে হচ্ছে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে। সোমবার নেপালের প্রধান বিচারপতি চোলেন্দ্র শামসের রানার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ আগামী ২৮ ঘন্টার মধ্যে নেপালি কংগ্রেসের প্রেসিডেন্ট শের বাহাদুর দেউবাকে দেশের প্রধানমন্ত্রী পদে নিয়োগ করার জন্য রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারীকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ভেঙে দেওয়া জাতীয় সংসদকেও পুনর্বহাল করেছে আদালত ।

নেপালে গত বছরের শেষের দিক থেকেই রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। ক্ষমতাসীন নেপাল কমিউনিস্ট পার্টির দুই গোষ্ঠীর মধ্যে লড়াই তুঙ্গে ওঠে। প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকুমার ওরফে প্রচণ্ড এবং মাধব নেপাল গোষ্ঠী প্রধানমন্ত্রীর পদ থেকে কে পি শর্মা ওলিকে সরানোর জন্য উঠেপড়ে লাগেন। গত বছরের ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সুপারিশ মতো দেশের জাতীয় সংসদ ভেঙে দিয়ে মধ্যবর্তী নির্বাচনের কথা ঘোষণা করেন রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারী। চলতি বছরের এপ্রিলের ৩০ তারিখ থেকে ১০ মে’র মধ্যে নির্বাচন হবে বলে জানান তিনি। ওই নির্দেশের ফলে কার্যত প্রধানমন্ত্রীর কুর্সি বাঁচাতে সক্ষম হন নেপাল কমিউনিস্ট পার্টির অন্যতম নেতা ওলি।

কিন্তু আচমকাই গত ২২ মে ফের দেশে নতুন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারী। নভেম্বরের ১২ ও ১৯ তারিখ নতুন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন। সংসদে আস্থা ভোটে হেরে যাওয়ার পরেও তদারকি প্রধানমন্ত্রী হিসেবে কেপি শর্মা ওলিকেই নিয়োগ করেন। রাষ্ট্রপতির ওই নির্দেশের বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন বিরোধী দলের নেতারা। সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ৩০টির মতো আবেদন জমা পড়ে। সেই আবেদনের শুনানি শেষে এদিন নেপাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন ।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...