Tuesday, May 13, 2025

দিলীপ ‘অন্ধ ধৃতরাষ্ট্র’! দল বিরোধী কাজে বরখাস্ত হয়ে তোপ ৩ বিজেপি নেতার

Date:

Share post:

দলের অন্দরে কোন্দলে জর্জরিত রাজ্য গেরুয়া শিবির। সাম্প্রতিক সময়ে আদি ও নব্য গোষ্ঠীর দ্বন্দ্ব সামাল দিতে কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হয়েছে। এহেন পরিস্থিতিতে এবার কড়া হতে ময়দানে নামল রাজ্য বিজেপি নেতৃত্ব(BJP leaders)। সম্প্রতি দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড করা হলো পুরুলিয়া জেলা(Purulia district) বিজেপির ৩ নেতাকে।

দল থেকে সাসপেন্ড হওয়া বিজেপির এই তিন নেতা হলেন, বিজেপির এসসি মোর্চার সাধারণ সম্পাদক নেতা স্বপন বাউরি, কাশিপুর বিধানসভার আইনি সেলের কনভেনার শুভদীপ প্রামাণিক এবং বলরামপুর বিধানসভার মণ্ডল সভাপতি অশ্বিনী সিং সর্দার। স্বপন বাউরির বিরুদ্ধে অভিযোগ, বিধানসভা নির্বাচনে দলের নির্দেশ অমান্য করে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় দল ও দলের নেতৃত্ব সম্পর্কে দিনের পর দিন কুরুচিকর মন্তব্য করে এসেছেন শুভদীপ প্রামানিক। পাশাপাশি অশ্বিনী সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি দলের নির্দেশ অমান্য করে বলরামপুর বিধানসভা থেকে নির্বাচন লড়েছেন।

আরও পড়ুন:এক ছাদের নিচে পরিবার নিয়ে মহাভোজের ঠিকানা দিলেন শ্রীলেখা-সাহেবরা

এদিকে দল থেকে সাসপেন্ড হওয়ার পরই দলের বিরুদ্ধে রীতিমত তোপ দেগেছেন ওই তিন নেতা। স্বপন বাউরি বলেন, প্রকৃত কর্মীদের মর্যাদা দেওয়া হচ্ছে না। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিধানসভায় টিকিট দেওয়া হয়েছে। এখন দলে কিছু শয়তান ঢুকেছে, যারা টাকার বিনিময়ে টিকিট নিলাম করেছে। পাশাপাশি দিলীপ ঘোষকে ‘অন্ধ ধৃতরাষ্ট্র’ বলেও তোপ দাগেন তিনি। তোপ দাগতে ছাড়েননি শুভদীপ প্রামাণিক। তিনি বলেন, ‘দলে পুরোনো কর্মী দের কোনো মর্যাদা নেই তাই বিধানসভা নির্বাচনের নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ে নেমেছিলাম।’

এদিকে অন্তর্কলহে জর্জরিত বিজেপি নেতাদের বরখাস্ত নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক হাজারী বাউরি বিজেপিকে খোঁচা দিয়ে বলেন, “বিজেপি দলের মধ্যে ভাগ-বাঁটোয়ারা নিয়ে অন্তর্কলহ প্রকাশ্যে এসেছে। এদের দলের মধ্যে কোন আইন-শৃঙ্খলা যে নেই, এই ঘটনা তারই প্রমাণ”।

 

spot_img

Related articles

প্রধানমন্ত্রীর ভাষণের পরেই রাতে জম্মুতে হামলার চেষ্টা পাকিস্তানের! ব্ল্যাকআউট এলাকা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কিছু সময় পরই সোমবার রাতে জম্মুর সাম্বা সেক্টরে...

পর্যটক টানতে উদ্যোগ! এবার দার্জিলিঙের রাস্তায় ছুটবে ‘অমিতাভ-ধর্মেন্দ্রর’ মোটরবাইক

“ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে...” — এই গানে ভেসে আসা বন্ধুত্বের আবেগ এবার ছুঁয়ে যাবে বাংলার প্রিয় পাহাড়ি...

বিরাটের অবসরে আবেগতাড়িত অনুস্কা

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিং কোহলির এই হঠাত্ সিদ্ধান্তে যেমন...

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...