দীর্ঘদিন জেলবন্দি রোজভ্যালি-কর্তা গৌতম কুন্ডু জামিনের আর্জি জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টে৷ মামলাটি নথিভুক্ত হয় বিচারপতি কৌশিক চন্দ’র বেঞ্চে৷

শুক্রবার এই মামলার শুনানির শুরুতেই বিচারপতি চন্দ জানিয়ে দেন, তিনি ব্যক্তিগত কারণে এই মামলা শুনবেন না৷ মামলাটি ‘রিলিজ’ করে দেন তিনি৷ ফলে মামলাটি পাঠানো হয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি কাছে৷ তিনিই গৌতম কুণ্ডুর জামিনের এই আর্জি পাঠাবেন নতুন কোনও এজলাসে৷

আরও পড়ুন:কয়েকটি রাজ্যের করোনা সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী, বসলেন বৈঠকে
