কলকাতায় পা রাখলেন মহামেডান কোচ আন্দ্রে চেরনেশোভ

শুক্রবার সন্ধ্যায় কলকাতায় পা রাখলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের ( mohammedan sporting club) নতুন কোচ আন্দ্রে চেরনেশোভ (Andrey Alekseyevich Chernyshov)। উয়েফা (UEFA) প্রো লাইসেন্সধারী এই রাশিয়ান কোচকেই হেড কোচ পদে নিয়োগ করেছে সাদা-কালো ব্রিগেড। চেরনেশোভকে স্বাগত জানাতে দমদম বিমানবন্দরে হাজির ছিলেন মহামেডানের সাধারণ সচিব দানিশ ইকবাল ও অ্যাথলেটিক্স সচিব হাসনাইন আহমেদ।

শহরে পা রেখেই সাদা-কালো কোচ জানিয়ে দিলেন ক্লাবকে ট্রফি দিতে চান তিনি। এদিন চেরনেশোভ বলেন,” মহামেডানের সঙ্গে যুক্ত হতে পেরে খুশি। এই ক্লাবের কথা শুনেছি। সমর্থকদের কথা শুনেছি। ক্লাবের হয়ে ভাল কিছু করতে চাই। ক্লাবকে ট্রফি দিতে চাই।”

৫৩ বছরের রুশ নাগরিক ক্লাব ও আন্তর্জাতিক স্তরে কোচিং করাচ্ছেন গত দু’দশক ধরে। রাশিয়ার অনুর্ধ্ব-২১ দলও সামলেছেন চেরনেশোভ। এছাড়াও স্পার্টাক মস্কোর মতো রাশিয়ার একাধিক ক্লাবে ম্যানেজার ছিলেন তিনি।

আরও পড়ুন:লগ্নিকারীর চুক্তিতে সই করবে না ইস্টবেঙ্গল! একজোট কর্মসমিতির সদস্যরা

 

Previous articleমমতার সফরের মাঝেই রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানাতে দিল্লি যাচ্ছে বিজেপি বাহিনী
Next articleজেলা নির্বাচনী অফিসারদের চিঠি পাঠালো কমিশন! রাজ্যে শুরু উপনির্বাচনের প্রস্তুতি