অভিনেত্রী হওয়ার পাশাপাশি যাদবপুরের তৃণমূল সাংসদও মিমি চক্রবর্তী। শত ব্যস্ততার মধ্যেও সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় তিনি। আজ ওয়ার্ল্ড ইমোজি ডে। এদিন মিমি তাঁর ভক্তদের উদ্দেশে ভালোবাসার ইমোজি ছুঁড়ে দিয়েছেন। খোলা চুল, নো-মেকআপ লুক, সোয়েট শার্টের সঙ্গে কালো হাফ প্যান্ট পরা একটি ছবিও পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। ছবিটি ভিক্টোরিয়ার সামনেই তোলা হয়েছে। ছবির ক্যাপশনে মিমি লিখেছেন, ‘ওয়ার্ল্ড ইমোজি ডে তে.. যে ইমোজিটা আমি তোমাদের পাঠাতে চাই বন্ধুরা..’।

View this post on Instagram
এবার অরিন্দম শীলের ছবি ‘খেলা যখন’এ দেখা যাবে অর্জুন চক্রবর্তী ও মিমিকে। শোনা গিয়েছে, এই ছবির শুটিং শুরু হবে অগাস্ট থেকে। তার আগে অভিনয়ের একটি ওয়ার্কশপ হবে, সেখানে মিমি ও অর্জুন দু’জনেই যোগ দেবেন।

আরও পড়ুন-এবারের অধিবেশনে মহিলা বিল নিয়ে সরব হতে চলেছে তৃণমূল

খুব শীঘ্রই মিমিকে প্রথমবার জিৎ-এর সঙ্গে অভিনয়ে দেখা যাবে। তাঁরা অভিনয় করেছেন ‘বাজি’ ছবিতে। সব ঠিক থাকলে চলতি বছরের পুজোতেই মুক্তি পাবে ‘বাজি’।

