Tuesday, August 26, 2025

জ্বালানির দামে ছ্যাঁকা, ১৭ দিনে ১০ বার দাম বাড়ল পেট্রোলের

Date:

Share post:

বিরোধীদের প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচিই সার। রুটিনমত বেড়েই চলছে পেট্রোপণ্যের দাম। শনিবার ফের কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে ১০২ টাকা ৮ পয়সা দাঁড়াল। পাশাপাশি বাড়ল ডিজেলেরও দাম। চলতি মাসের ১৭ দিনের মধ্যে ১০ বার লাগামছাড়া হারে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। জ্বালানির মূল্যবৃদ্ধিতে স্বভাবতই দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসেরও।
শনিবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ৩৪ পয়সা বেড়েছে। পাশাপাশি ডিজেলের দামেও আগুন। লিটার প্রতি ডিজেলের দাম ২১ পয়সা বেড়ে ৯৩ টাকা ২ পয়সা হয়েছে। শুধুই কলকাতা নয়। এদিন রাজধানীতে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে হল ১০১.৮৪ টাকা। এক লিটার ডিজেলের মূল্য ৮৯.৮৭ টাকা। মুম্বইয়ে আকাশছোঁয়া জ্বালানি। এক লিটার পেট্রোল ও ডিজেল কিনতে সেখানে খরচ যথাক্রমে ১০৭.৮৩ টাকা এবং ৯৭.৪৫ টাকা। লিটারপিছু পেট্রোলের দাম সর্বোচ্চ জয়পুরে। ১০৮.৭১ টাকা। চণ্ডীগড়ে তুলনামূলক দাম কম। প্রতি লিটার পেট্রোল মিলছে ৯৭.৯৩ টাকায়। টানা দু’বছর করোনা আবহে কর্মহারা বেশীরভাগ মানুষ। সংসারের নিত্যপ্রয়োজনীয় জিনিসে কিনতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্তরা। এই মুহূর্তে পেট্রোপণ্যের বেলাগাম মূল্যবৃদ্ধির জেরে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের।
জ্বালানির দামবৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদে সোচ্চার হয়েছে বিরধীরা। কিন্তু তাতেও আমল দিচ্ছে না মোদি সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় এইনিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেও তার কোনও জবাব মেলেনি।

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...