Sunday, December 21, 2025

জ্বালানির দামে ছ্যাঁকা, ১৭ দিনে ১০ বার দাম বাড়ল পেট্রোলের

Date:

Share post:

বিরোধীদের প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচিই সার। রুটিনমত বেড়েই চলছে পেট্রোপণ্যের দাম। শনিবার ফের কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে ১০২ টাকা ৮ পয়সা দাঁড়াল। পাশাপাশি বাড়ল ডিজেলেরও দাম। চলতি মাসের ১৭ দিনের মধ্যে ১০ বার লাগামছাড়া হারে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। জ্বালানির মূল্যবৃদ্ধিতে স্বভাবতই দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসেরও।
শনিবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ৩৪ পয়সা বেড়েছে। পাশাপাশি ডিজেলের দামেও আগুন। লিটার প্রতি ডিজেলের দাম ২১ পয়সা বেড়ে ৯৩ টাকা ২ পয়সা হয়েছে। শুধুই কলকাতা নয়। এদিন রাজধানীতে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে হল ১০১.৮৪ টাকা। এক লিটার ডিজেলের মূল্য ৮৯.৮৭ টাকা। মুম্বইয়ে আকাশছোঁয়া জ্বালানি। এক লিটার পেট্রোল ও ডিজেল কিনতে সেখানে খরচ যথাক্রমে ১০৭.৮৩ টাকা এবং ৯৭.৪৫ টাকা। লিটারপিছু পেট্রোলের দাম সর্বোচ্চ জয়পুরে। ১০৮.৭১ টাকা। চণ্ডীগড়ে তুলনামূলক দাম কম। প্রতি লিটার পেট্রোল মিলছে ৯৭.৯৩ টাকায়। টানা দু’বছর করোনা আবহে কর্মহারা বেশীরভাগ মানুষ। সংসারের নিত্যপ্রয়োজনীয় জিনিসে কিনতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্তরা। এই মুহূর্তে পেট্রোপণ্যের বেলাগাম মূল্যবৃদ্ধির জেরে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের।
জ্বালানির দামবৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদে সোচ্চার হয়েছে বিরধীরা। কিন্তু তাতেও আমল দিচ্ছে না মোদি সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় এইনিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেও তার কোনও জবাব মেলেনি।

spot_img

Related articles

সশস্ত্র পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে উদ্যোগ, বরাদ্দ ৮.৮২ কোটি 

পশ্চিমবঙ্গ সরকার সশস্ত্র পুলিশ বাহিনীর পরিকাঠামো উন্নত করতে নতুন যানকেন্দ্রিক প্রকল্প হাতে নিয়েছে। ব্যারাকপুরে ডেপুটি ইনস্পেক্টর জেনারেলের দফতর...

বিজেপি রাজ্যে পুলিশের করুণ অবস্থা! ফিল্মি কায়দায় পালিয়ে গেল অপরাধী 

মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদের কাছে পুলিশি ব্যর্থতার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, এক তরুণ পুলিশের গাড়ি...

পরিবারে জঙ্গি-যোগের অভিযোগ: কাশ্মীরে শ্রমিকদের জীবিকা কেড়ে নেওয়ার ফতোয়া

জম্মু ও কাশ্মীরের নাগরিকদের সন্ত্রাসবাদের পথ থেকে সরিয়ে আনতে কেন্দ্রের বিজেপি সরকার যে কোনও উদ্যোগ নেয়নি, পহেলগাম হামলার...

CINEKIND: না-মানুষদের নিয়ে তৈরি চলচ্চিত্রকে সম্মান, অনন্য সন্ধ্যার সাক্ষী কলকাতা

এই প্রথম না-মানুষদের প্রতি সহানুভূতি ও ভালবাসার গল্প বলা ফিল্মের জন্য সিনেকাইন্ড জাতীয় পুরস্কার দিল ফিল্ম ফেডারেশন অফ...