ইসকনকে জঙ্গি বলায় আদালতে মামলা

খায়রুল আলম, ঢাকা

সনাতন ধর্মের অনুসারী সংগঠন ইসকনকে ‘জঙ্গি সংগঠন’ বলায় চট্টগ্রামের একটি আদালতে এবার মানহানির মামলা দায়ের হয়েছে। এর আগে একই অভিযোগে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়।

রবিবার চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা রুবেল ধর নামে এক ব্যক্তি বাদী হয়ে বিচারক হাকিম মো. হেলাল উদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেছেন। মামলায় চট্টগ্রামের সুপরিচিত প্রবর্তক সংঘ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তীকে আসামি করা হয়েছে।

অ্যাডভোকেট রুবেল কুমার দেব অপু বলেন, ইসকন ধর্মীয় সংগঠন। ধর্ম প্রচারের পাশাপাশি ইসকন ফুড ফর লাইফ, অনাথ ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা, ধর্মীয় শাস্ত্রের জ্ঞান প্রচারসহ বিভিন্ন মানবিক ও ধর্মীয় কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু গত ২৬ জুন চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তী ইসকনকে একটি জঙ্গি সংগঠন বলেন। ইসকনের সদস্য রাউজানের বাসিন্দা রুবেল ধর বাদী হয়ে আদালত দণ্ডবিধির ৫০০/৫০১ ধারার মামলা করেন। মামলাটি আমলে নিয়ে আদালত সমন ইস্যু করেন।

আরও পড়ুন- অভিনেতা মোশাররফ করিমসহ ৪ জনের বিরুদ্ধে মামলা