কোপা আমেরিকায়( copa America) সুযোগ না পেলেও ব্রাজিলের ( brazil) জার্সিতে টোকিও অলিম্পিক্স( Tokyo Olympics ) খেলার সুযোগ এসেছে ব্রাজিলের তারকা ফুটবলার ড্যানি অ্যালভেসের ( Dani alves)কাছে। আর সেই সুযোগকেই কাজে লাগাতে মরিয়া তিনি। শুধু তাই নয়, অ্যালভেস চাইছেন অলিম্পিক্সে দেশকে সোনা এনে দিয়ে আসন্ন বিশ্বকাপে দলে জায়গা পাকা করতে।

এদিন এক সাক্ষাৎকারে অ্যালভেস বলেন,” সত্যি বলতে গেলে, বিশ্বকাপই আমার প্রধান লক্ষ্য। অবাক হয়েছিলাম যখন অলিম্পিকের জন্য ডাক পেয়েছিলাম, কিন্তু পিএসজি ছাড়ার পর থেকে, আমি নিজেকে কথা দিয়েছিলাম যে আমি বিশ্বকাপ খেলার জন্য সব কিছু দেব। আমি যদি বিশ্বকাপে না যেতে পারি তখন আমি নিজেকে বলতে পারব যে চেষ্টার অভাবের জন্য তা হয়নি। যদি আমি না হয়ে অন্য কেউ যোগ্য হয়, আমি সেলেকাওদের সব থেকে বড় সমর্থক হব। কিন্তু আমি বিশ্বকাপ নিয়ে ভেবে চলেছি এবং নিজেকে সমর্পিত করেছি স্বপ্নপূরণের জন্য।”


টোকিও অলিম্পিক্সে জার্মানির বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ব্রাজিল। প্রথম ম্যাচে জার্মানিকে মাত দিতে যে প্রস্তুত সেলেকাওরা, তা জানাতে ভুললেন না অ্যালভেস।

আরও পড়ুন:অলিম্পিক্স উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হয়ে থাকবে ২৮ জন সদস্য

