Wednesday, December 17, 2025

পেগাসাস কাণ্ড নিয়ে মোদি-শাহর জবাবের দাবিতে সংসদে সোচ্চার তৃণমূল!

Date:

Share post:

পেগাসাস (Pegasus) ইস্যুতে বৃহস্পতিবার ফের উত্তপ্ত সংসদের দুই কক্ষ। বাদল অধিবেশনের তৃতীয় দিনেও বারবার মুলতুবি হয়ে গেল সংসদের দুই কক্ষের অধিবেশন। এদিন লোকসভায় অধিবেশন শুরু হতেই পেগাসাস ইস্যুতে কেন্দ্রের বিক্ষোভে ফেটে পড়েন বিরোধীরা। এদিন অভিনব কায়দায় সংসদে বিক্ষোভ দেখায় তৃণমূল। সাংসদরা কানে ফোন ধরেছিলেন প্রত্যেকেই, আর তখনই আপত্তি তোলে বিজেপি। সেই প্রক্ষিতেই তৃণমূল অভিযোগ তোলে, ‘আমরা যখন কথা বলছি, এভাবেই তাতে আড়ি পাতা হচ্ছে।’ তৃণমূলের সেই অভিনব প্রতিবাদ সাড়া ফেলেছে সাংসদে।

গত সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। কিন্তু অধিবেশন শুরুর ঠিক আগের দিন রবিবার রাতেই শোরগোল ফেলে দেয় পেগাসাস ৷ অভিযোগ, এই ইজরায়েলি সফটওয়্যারের মাধ্যমেই বিরোধী দলনেতা, সুপ্রিম কোর্টের বিচারপতি, সাংবাদিক, সমাজকর্মীদের ফোনে আড়ি পাতছে কেন্দ্রীয় সরকার ৷ যদিও, এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে একেবারে নস্যাৎ করে দিয়েছে নরেন্দ্র মোদির সরকার। এদিনও অধিবেশনের শুরু থেকেই পেগাসাস নিয়ে সুর চড়ায় বিরোধীরা। বিরোধীদের এই বিক্ষোভের জেরে অধিবেশন মুলতুবি করে দিতে হয় ৷ ওয়াকিবহাল মহলের মতে, বিরোধীরা গোলমাল আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ ইতিমধ্যেই তৃণমূল জানিয়ে দিয়েছেন, পেগাসাস ইস্যুতে যতক্ষণ না পর্যন্ত নরেন্দ্র মোদি, অমিত শাহ মুখ খুলছেন, ততদিন আন্দোলন চলবে। এদিকে, পেগসাস ইস্যুতে সংসদে লাগাতার প্রতিবাদ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

জল শক্তির টাকাই ‘রেডি নেই’ কেন্দ্রের! তৃণমূল প্রতিনিধিদের জানালেন ‘নিরুপায়’ মন্ত্রী

একের পর এক বিলে অনুমোদন। একের পর এক প্রকল্পের নামে গোটা দেশকে ঠকানো। বছর ঘুরতে না ঘুরতেই সেই...

অপূর্ব অভিজ্ঞতা: মেসির ভারত-ভিডিও-তে জায়গা কলকাতারও, নেই কোনও রাজনীতিক

অসমাপ্ত কনসার্ট। মাঠে আয়োজকদের চূড়ান্ত অব্যবস্থা। মাঠে ঢুকে তাণ্ডব দর্শকদের। এরপরেও লিওনেল মেসির ভারত সফরের উচ্ছ্বাসের ভিডিও-তে জায়গা...

CAA-তে কতজনকে নাগরিকত্ব? বিদ্বেষী বিজেপিকে তালিকা প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া কোনওভাবেই নাগরিকত্বের সঙ্গে যুক্ত নয়। বারবার জোর গলায় বিজেপি নেতারা এই কথাই বলেছেন। অথচ...

পারদ চড়ার পূর্বাভাস, হিমেল হাওয়ায় কিছুটা স্বস্তি

ডিসেম্বরের মাঝামাঝি ফের উপদ্রব পশ্চিমী ঝঞ্ঝার। যার জেরে দক্ষিণবঙ্গে কিছুটা তাপমাত্রা বাড়ার পূর্বাভাস (forecast) দিচ্ছে আবহাওয়া দফতর। কলকাতা...