পেগাসাস কেলেঙ্কারির সুয়োমটো তদন্ত শুরু করার জন্য দেশের শীর্ষ আদালতকে বুধবারই প্রথম অনুরোধ জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

এবার সুপ্রিম কোর্টের আইনজীবী মনোহরলাল শর্মা আদালতের নজরদারিতে স্পেশাল ইনভেসটিগেশন টিম বা SIT-র মাধ্যমে পেগাসাস কেলেঙ্কারি নিয়ে তদন্ত করার জন্য সুপ্রিম কোর্টে মামলা করলেন।
শর্মা তাঁর হলফনামায় ২০১৯ সালের ডিসেম্বর মাসে প্রাক্তন RSS-এর প্রাক্তন প্রচারক কেএন গোবিন্দাচার্য পেগাসাস সংক্রান্ত বিষয়টি যে আদালতের গোচরে আনতে চেয়েছিলেন তার উল্লেখ করে বলেছেন, এই ঘটনা দেশের গণতন্ত্র, বিচারব্যবস্থা ও নিরাপত্তার উপর বড় আঘাত।

হলফনামায় তিনি CBI-এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ‘রেসপন্ডেন্ট’ হিসাবে উল্লেখ করেছেন৷ শর্মা দাবি করেছেন, এর আগে CBI-এর কাছে FIR করার জন্য গিয়েছিলেন কিন্তু সেই FIR নথিভুক্তই হয়নি৷

আরও পড়ুন- PAC বিতর্কে দ্বৈরথের আবহেই ৩০ জুলাই বিধানসভায় মুখোমুখি মুকুল–শুভেন্দু