Friday, May 9, 2025

ভিন রাজ্য থেকেও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের হাজার হাজার আবেদন

Date:

Share post:

উচ্চশিক্ষার (Higher Education) জন্য মুখ্যমন্ত্রীর (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষিত স্টুডেন্টস ক্রেডিট কার্ডের (Student Credit Card) জনপ্রিয়তা রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশজুড়ে ক্রমশ বাড়ছে। বাংলা তো বটেই, এ রাজ্য থেকে ভিন রাজ্যে পড়তে যাওয়া পড়ুয়াদের মধ্যেও এই কার্ড নেওয়ার আগ্রহ বেড়েছে। উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত বিভিন্ন রাজ্য থেকে ১২ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। তার মধ্যে শুধু কর্ণাটক থেকে এসেছে সাড়ে সাত হাজারের বেশি আবেদন। এছাড়া ওড়িশায় ৯০০, তেলেঙ্গানা ৩০০, অন্ধ্রপ্রদেশ ৬০০, মহারাষ্ট্র ৩৫০, উত্তরপ্রদেশ ৩৩০, দিল্লি ২০০ ও তামিলনাড়ুতে ২৮০ জনের বেশি পড়ুয়া আবেদন করেছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য। এছাড়া জম্মু-কাশ্মীর, অরুণাচল, উত্তর-পূর্বাঞ্চলের প্রায় সব রাজ্য, এমনকী গুজরাত থেকেও আবেদন এসেছে বলে জানা গিয়েছে।

এই ক্রেডিট কার্ডের মাধ্যমে ম্যানেজমেন্ট, নার্সিং-সহ বেশ কিছু পেশাদার কোর্সে পড়ার চাহিদা বেশি বলেই জানা গিয়েছে। এই ক্রেডিট কার্ডের আবেদন করেছেন, তাঁদের একটা বড় অংশই নার্সিং নিয়ে পড়তে চান। ইতিমধ্যে সব মিলিয়ে প্রায় ৪২ হাজারের বেশি ছাত্রছাত্রীর ফর্ম জমা পড়েছে। আবেদন যাচাইয়ের কাজ চলছে।

সংশ্লিষ্ট দফতর সূত্রে আরও খবর, রাজ্যের মধ্যে উত্তর ২৪ পরগনা থেকে এখনও পর্যন্ত সর্বাধিক ফর্ম জমা পড়েছে। ঠিক তার পরেই রয়েছে কলকাতা।

এ প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, “এটা ফের প্রমাণিত হয়ে গেলো এগিয়ে বাংলা। আজ বাংলা যেটা ভাবে, আগামীতে গোটা দেশ সেটা ভাববে। বাংলার মুখ্যমন্ত্রীর গঠনমূলক চিন্তাভাবনা গোটা দেশ শিখবে। অন্য রাজ্যগুলিও এবার বাংলার দেখাদেখি এই প্রকল্প তাদের রাজ্যের পড়ুয়াদের জন্য চালু করবে।”

 

spot_img

Related articles

৩৬ জায়গায় ৩০০ থেকে ৪০০ ড্রোন হামলা পাকিস্তানের: তথ্য প্রকাশ ভারতের

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আচমকাই পাক ড্রোন হামলায় ভারতের পশ্চিম প্রান্তের একাধিক শহরে আতঙ্ক ছড়ায়। ভারতীয় সেনার এয়ার ডিফেন্স...

জাতীয় শিক্ষানীতি মানতে রাজ্যকে বাধ্য করা যাবে না: সুপ্রিম নির্দেশে বাংলাকেই মান্যতা, দাবি ব্রাত্যর

সুপ্রিম কোর্ট রাজ্যকে জাতীয় শিক্ষানীতি (NEP 2020) বাস্তবায়নে বাধ্য করতে পারে না, স্পষ্ট করে দিল শীর্ষ আদালত। সেই...

ইস্টবেঙ্গলেই থাকছেন পিভি বিষ্ণু, ঘোষণা হওয়া সময়ের অপেক্ষা

সবকিছু ঠিকঠাক চললে আগামী দুবছর ইস্টবেঙ্গলেই(Eastbengal) থাকছেন পিভি বিষ্ণু(PV Bishnu)। কয়েকদিন আগেই বিষ্ণুর চলে যাওয়া নিয়ে একটা জল্পনা...

পুঞ্চে পরিস্থিতি উদ্বেগজনক: ত্রাণ শিবির ঘুরে বার্তা ওমর আবদুল্লার

জঙ্গি হামলার ক্ষত সবথেকে বেশি বুঝতে পারে জম্মু ও কাশ্মীরের মানুষই, বিধানসভায় দাঁড়িয়ে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা...