Monday, December 1, 2025

সেপ্টেম্বরেই চলে আসতে পারে ছোটদের কোভিড ভ্যাকসিন, ইঙ্গিত এইমস প্রধানের

Date:

Share post:

করোনার তৃতীয় ঢেউ(third wave) নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে দেশ তথা বিশ্ব। তৃতীয়ত ঢেউ ছোটদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে এমনটাই আভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। কেননা এখনো পর্যন্ত টিকাকরণের বাইরে রয়েছে ছোটরা। এহেন পরিস্থিতিতে অভিবাবকদের আশ্বস্ত করলেন এইমস প্রধান ডাঃ রণদীপ গুলেরিয়া(Randeep Guleria)। সম্প্রতি সর্ব ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়ে দিলেন আগামী সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যেতে পারে ছোটদের টিকাকরণ(vaccination)।

এদিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গুলেরিয়া জানান, ‘জাইডাস’ তাদের ট্রায়াল’ শেষ করেছে। এখন প্রয়োজনীয় অনুমোদনের জন্য অপেক্ষায় রয়েছে তারা। ভারত বায়োটেকের কোভ্যাক্সিনও এ ব্যাপারে প্রয়োজনীয় ট্রায়াল’ আগস্টের মধ্যে শেষ করবে। ফাইজারের ভ্যাকসিন ইতিমধ্যেই ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পেয়েছে। তাই আশা করাই যায় আগামী সেপ্টেম্বর মাস থেকেই শুরু হয়ে যেতে পারে ছোটদের কোভিড ভ্যাক্সিনেশন প্রক্রিয়া।

আরও পড়ুন:ভিন রাজ্য থেকেও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের হাজার হাজার আবেদন

উল্লেখ্য, ইতিমধ্যেই দেশজুড়ে ৪২ কোটি ডোজ টিকা দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। যার বেশির ভাগটাই পূর্ণবয়স্ক। তবে ছোটদের এখনো টিকাকরণ না হওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। তবে ডাক্তার গুলোরিয়া অবশ্য অভিভাবকদের স্বস্তি দিয়ে জানান, ছোটদের যত দ্রুত টিকাকরণ সম্পন্ন করা যাবে ততই মঙ্গল। তাদের থেকেই বড়দের সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তবে সমস্ত কিছু যে পথে এগোচ্ছে তাতে আশা করাই যায় আগামী সেপ্টেম্বরের মধ্যে ছোটদের টিকাকরণ শুরু হয়ে যাবে।

 

spot_img

Related articles

কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার নজির, রাজ্যে বন্ধ ১ কোটি জনধন অ্যাকাউন্ট

ঘটা করে দেশে ব্যাপক ব্যাঙ্কিং পরিষেবার উদাহরণ তুলে ধরতে দেশজুড়ে জনধন অ্যাকাউন্ট খুলেছিল মোদি সরকার। আবার ১০ বছর...

বিয়ে তো হল, হানিমুন কবে? এবার উত্তর দিলেন দিলীপ ঘোষ

ঘটা করে সকলের নজর কেড়েই বিয়েটা হয়েছিল। সেই সময়ই অপকটে বলেছিলেন - বিয়ে হল। হানিমুনও (honeymoon) যথা সময়ে...

পিছোল এসআইআর-এর সময়সীমা! ‘তাড়াহুড়ো’র বিরোধীতা করে কমিশনকে আক্রমণ চন্দ্রিমা–পার্থর

এসআইআর প্রক্রিয়ার নির্ঘণ্ট নিয়ে তীব্র রাজনৈতিক চাপানৌতনের মধ্যে অবশেষে এক সপ্তাহ পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশ-সহ গোটা...

এসআইআর বড় বালাই! ৭০ বছর বয়সে ‘বাবা’ হলেন লালগোলার নূরাল শেখ

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর) চলতেই এক অদ্ভুত ঘটনার কেন্দ্রবিন্দুতে মুর্শিদাবাদের লালগোলা থানার দেওয়ানসরাই গ্রাম...