Friday, January 2, 2026

মুখ্যমন্ত্রীকে ‘বহিরাগত’ তোপ বার্লার সমর্থক কেএলও প্রধানের, ইউএপিএ ধারায় মামলা দায়ের

Date:

Share post:

সম্প্রতি বাংলা ভাগের দাবিতে সরব হওয়া বিজেপি(BJP) সাংসদ জন বার্লার(John Barla) দাবিকে সমর্থন করেছিলেন কামতাপুরী লিবারেশন অর্গানাইজেশন বা কেএলও–এর প্রধান জীবন সিং(Jiban Singh)। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) বহিরাগত বলে ভিডিও বার্তা প্রকাশ করলেন তিনি। যার জেরেই কেএলও প্রধানের(KLO chief) বিরুদ্ধে ইউএপিএ(UAPA) ধারায় মামলা দায়ের করল রাজ্য সরকার।

গোপন ডেরা থেকে জারি করা এক ভিডিও বার্তায় কেএলও প্রধান জানিয়েছেন, ভারত স্বাধীন হওয়ার আগে ও পরে কোচ সাম্রাজ্য স্বাধীন রাজ্য ছিল। পরে ভারতের সঙ্গে যুক্ত হয় এই ভূখণ্ড। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে সেখানকার ভয়ংকর পরিস্থিতির কারণে পূর্ববঙ্গের বাঙালিরা এখানে আশ্রয় নিয়েছিলেন। এর পাশাপাশি ভিডিওতে তিনি বলেন, পৃথক রাজ্য করা হলে বহিরাগত সরকারের নির্যাতন থেকে মানুষ মুক্তি পাবে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর বাংলা ভাগের ষড়যন্ত্রকারী এই নেতার বিরুদ্ধে বিধান নগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় দায়ের মামলা।

আরও পড়ুন:ড্রোন হানা : সেক্টর কমান্ডার লেভেল বৈঠকে পাকিস্তানকে তুলোধনা করল ভারত

উল্লেখ্য, উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবিতে সম্প্রতি সরব হতে দেখা গিয়েছে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে। কেন্দ্রীয় মন্ত্রীর এহেন দাবিকে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন কেএলও প্রধান জীবন সিং। শুধু তাই নয়, সম্প্রতি কোচবিহারের জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় ও প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মনকে খুন করার হুমকিও দেন তিনি। জানা গিয়েছে, বর্তমানে মায়ানমারে আত্মগোপন করে থাকা ওই নেতার বিরুদ্ধে এর আগেও ইউএপিএ ধারায় মামলা দায়ের হয়েছে।

 

spot_img

Related articles

প্রয়াত শতায়ু দানশীল চুনীলাল পাল

চলে গেলেন শতায়ু দানশীল মহাত্মা চুনীলাল পাল (Chunilal Paul)। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০৫ বছর। এক কথায় তিনি ছিলেন...

মধ্যপ্রদেশে জল খেতে গিয়ে ১১ জনের মৃত্যু: শাহর ‘সোনার বাংলা’কে কটাক্ষ অভিষেকের

বাংলায় শাসন করতে এলেই নাকি বাংলাকে ‘সোনার বাংলা’ করে তুলবে বিজেপি। অত্যন্ত বিকৃত উচ্চারণে দুদিন আগেই বাংলা এসে...

একান্নতম ছবিতে ‘দেশু’ ম্যাজিক ফেরার ইঙ্গিত, ছাব্বিশে নয়া স্ট্র্যাটেজি দেবের!

নতুন বছর পড়তে না পড়তেই একের পর এক সিনেমার ঘোষণা করছেন সাংসদ অভিনেতা দেব (Dev)। জন্মদিনে নিজের ৫০...

ভর সন্ধ্যেয় দিল্লিতে চলল গুলি: পলাতক তিন অভিযুক্ত, জড়ালো গ্যাংস্টারের নাম!

সুশাসনের দাবি জানানো বিজেপি আদতে যে কতটা দুষ্কৃতীদের আশ্রয়স্থল তা আরও একবার প্রমাণ করল রাজধানী দিল্লি (Delhi)। শীতের...