Saturday, November 8, 2025

অগস্টেই শুরু হতে পারে ছোটদের করোনা টিকাকরণ, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

Date:

Share post:

করোনার তৃতীয় ঢেউয়ের(Covid third wave) আশঙ্কা চরম আকার ধারণ করেছে দেশে। এহেন পরিস্থিতিতে এখনও পর্যন্ত টিকাকরণের বাইরেই রেয়েছে অনূর্ধ্ব ১৮। ছোটদের জন্য টিকা কবে আসবে তা নিয়ে দুশ্চিন্তায় অভিবাবকরা। এমন সময়ই এবার আশার কথা শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য(Mansukh mandaviya)। তিনি জানিয়েছেন, আগামী মাস থেকেই ছোটদের করোনা টিকাকরণ(Covid Vaccination) শুরু করে দিতে পারে কেন্দ্রীয় সরকার(central government)।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মঙ্গলবার বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, অগস্ট মাসের মধ্যেই দেশের বাজারে শিশুদের জন্য কোভিড ভ্যাকসিন চলে আসতে পারে। ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য প্রথমে টিকা আসবে। তারপরে ২ বছরের ঊর্ধ্বে টিকা নিয়ে আসা হবে। শুধু তাই নয় শিশুদের জন্য দুটি ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ভারত বায়োটেকের টিকার ট্রায়াল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শিশুদের ওপরে, পাশাপাশি জাইদাস ক্যাডিলার জাইকভ ডি টিকার পরীক্ষামূলক প্রয়োগও শুরু হয়েছে। উল্লেখ্য করোনার তৃতীয় ঢেউয়ের প্রভাব সবচেয়ে বেশি শিশুদের ওপর পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এ পরিস্থিতিতে দ্রুত ছোটদের টিকাকরণের দাবি উঠেছে। এহেন পরিস্থিতিতেই আশার কথা শোনালেন দেশের স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন:প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলার জন্য আরও ভ্যাকসিন চাইলেন মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, জাইদাস ক্যাডিলার তৈরি জাইকভ ডি ভ্যাকসিনের ট্রায়াল’ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। পাশাপাশি, ২ থেকে ৬ বছর বয়সী শিশুদের ওপর কোভ্যাক্সিন টিকার পরীক্ষামূলক প্রয়োগ চলছে। তিন ক্যাটেগরিতে ভাগ করে ট্রায়াল করা হচ্ছে। প্রথমটা ১২ থেকে ১৮ বছর বয়সী, দ্বিতীয় ধাপে ৬ থেকে ১২ বছর ও তৃতীয় ধাপে ২ থেকে ৬ বছর বয়সী শিশুদের ওপরে টিকার ট্রায়াল হবে।

 

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...