Saturday, May 17, 2025

“দু’মাস অন্তর দিল্লি আসব”, কলকাতা ফেরার আগে বার্তা মমতার

Date:

Share post:

২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিরোধীজোটের সলতে পাকানো কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তৃণমূল(TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বঙ্গ জয়ের পর প্রথম দিল্লি সফরে এসে বিরোধী নেতা নেত্রীদের সঙ্গে সাক্ষাতের পর অবশেষে শহরে ফিরছেন মমতা। তবে ফেরার আগে রাজধানীর মাটিতে দাঁড়িয়ে মমতা জানিয়ে দিলেন এবার থেকে দু মাস অন্তর দিল্লি(Delhi) আসবেন তিনি। মমতার এই বার্তা রাজনৈতিক দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল।

শুক্রবার কলকাতা ফেরার আগে দিল্লিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, “দেশের গণতন্ত্র যদি সমস্যায় পড়ে তাহলে বুঝতে হবে গোটা দেশ সমস্যায় পড়েছে। ‘গণতন্ত্র বাঁচাও, দেশ বাঁচাও’ এটাই আমাদের শ্লোগান।” পাশাপাশি তিনি আরও বলেন, “অনেক নেতার সঙ্গে বৈঠক হয়েছে এবং খুব ভালো বৈঠক হয়েছে সকলকে একজোট হয়ে কাজ করতে হবে দেশকে বাঁচাতে হবে।” তবে লক্ষ্য যে এবার দিল্লি সে কথা স্পষ্ট ভাবে বুঝিয়ে দিয়ে মমতা জানান, “এখন থেকে দু মাস অন্তর দিল্লিতে আসব আমি।” বিরোধী জোট প্রসঙ্গেও এদিন মমতা বার্তা দিয়ে বলেন, “সংসদের অধিবেশনের পর আলোচনা হবে। একসঙ্গে কাজ করার জন্য একটা কমন প্ল্যাটফর্ম থাকা দরকার। সব বিরোধী দলকে একজোট হয়ে কাজ করতে হবে। সকলে বসে ঠিক করা হবে।”

আরও পড়ুন:বিরোধীরা নয়, সংসদে অস্থিরাবস্থার জন্য দায়ী মোদি-শাহ সরকার: তোপ ডেরেকের

পাশাপাশি দিল্লি সফরে এসে প্রায় সকল বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ হলেও এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে বাংলার মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, তিনি মহারাষ্ট্র ফিরে যাওয়ার জন্য তাঁর সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব হয়নি, তবে ফোনে কথা হয়েছে। পরেরবার দিল্লিতে এলে পাওয়ারের সঙ্গে তাঁর দেখা হবে। উল্লেখ্য, ২০২৪ এর লোকসভা নির্বাচনে বিরোধী জোটের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আমি জ্যোতিষী নই। কেউ একজন হবেন, তাঁকে আমি সমর্থন করব। পাশাপাশি তিনি এটাও বলেন আমি একজন সাধারণ কর্মী। আর কর্মী হিসেবে কাজ করতে চাই। তবে ২৪-কে নজরে রেখে বিরোধীজোটের মালা যে তিনি ইতিমধ্যেই গাঁথতে শুরু করে দিয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না।

 

spot_img

Related articles

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...