Thursday, August 28, 2025

দিলীপের কাছে সৌমিত্রর বিরুদ্ধে ফোনে হুমকি দেওয়ার বিস্ফোরক নালিশ যুব মোর্চার একাংশের

Date:

Share post:

যুব মোর্চার কর্মীদের একাংশ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ- এর বিরুদ্ধে নালিশ জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে। তাদের অভিযোগ, দলে আসা নতুন মহিলা কর্মীদের বেশি গুরুত্ব দিচ্ছেন সৌমিত্র খাঁ । এই বিষয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছে দিলীপ ঘোষের কাছে। পুরনো মহিলা কর্মীদের সম্মানহানি করছেন বলেও অভিযোগে লেখা হয়েছে। এমনকি, ফোনে হুমকি দিচ্ছেন সৌমিত্র খাঁ এই অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
যুব মোর্চার সাংগঠনিক পদে দলের এক মহিলা কর্মীকে নিয়োগ করা নিয়ে বিতর্কের সূত্রপাত। বিষ্ণুপুরের সংসদ তথা বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ এর সঙ্গে এবার যার নাম জড়িয়ে অভিযোগ করেছেন দলের একাংশ, সেই মৌমিতা সাহা এখন যুব মোর্চার রাজ্য সম্পাদিকা।
দিন তিনেক আগে তাকে এই পদে নিয়োগ করেন সৌমিত্র। এর পরেই যুব মোর্চার পাশাপাশি বিজেপির অন্দরেও বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হয়ে যায় ।
বুধবার মৌমিতাকে যুব মোর্চার অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ করেন সৌমিত্র। এরপরই যুব মোর্চার কর্মীদের একাংশ তার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। যদিও সৌমিত্র নিজে ওই গ্রুপের এডমিন হয়েই তিন কর্মীকে ওই অফিশিয়াল গ্রুপ থেকে বের করে দেন। ক্ষুব্ধ যুব মোর্চা কর্মীদের প্রশ্ন, কেন সদ্য দলে যোগ দেওয়া একজন অনভিজ্ঞকে যুব মোর্চার রাজ্য সম্পাদক করা হলো?
অভিযোগ, দলের সব রীতিনীতি ভেঙে মঞ্চ থেকে সৌমিত্র ঘোষণা করেছিলেন মৌমিতাকে জেলা থেকে সরাসরি রাজ্য কমিটিতে এনে সম্পাদক পদ দেওয়া হচ্ছে।এই বিষয়ে যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রকাশ দাস জানিয়েছেন, এই রাজ্য সম্পাদক নিয়োগ নিয়ে আমাদের সঙ্গে কোনও আলোচনাই হয়নি। দলের শীর্ষ নেতৃত্বও এই বিষয়ে কিছু জানে না। এটা সৌমিত্রবাবুর ব্যক্তিগত সিদ্ধান্ত।

এদিকে সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা খাঁয়ের সঙ্গে এখন তাঁর ডিভোর্স কেস চলছে আদালতে। সুজাতা তৃণমূলে যোগ দিয়েছেন বলেই সৌমিত্র তাঁর কাছ থেকে ডিভোর্স চেয়েছেন। যদিও সুজাতা তা দিতে চান না।রাজ্য বিজেপির অনেকেই অভিমত প্রকাশ করেছেন যে, সুজাতা বিজেপিতে সাংগঠনিক পদ ও দায়িত্ব পেতে চেয়েছিলেন। দলও সেই বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছিল। কিন্তু সৌমিত্র ব্যাগড়া দেওয়াতেই দলবদল করেন সুজাতা ।
অভিযোগ, বিষ্ণুপুরের সাংসদ সম্ভবত মৌমিতাকে পদ দিয়ে তাঁর সম্পর্ককে স্থায়ী করতে চাইছেন। সুজাতার ক্ষেত্রে কড়া ভুল আর করতে চাইছেন না।অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সৌমিত্র খাঁ ।
রাজ্য সভাপতিকে লেখা চিঠিতে আরও অভিযোগ করা হয়েছে, সৌমিত্রর নেতৃত্বে যুব মোর্চায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। যুব মোর্চায় একনায়কতন্ত্র চালাচ্ছেন সৌমিত্র।
সমস্ত অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন যুব মোর্চার সভাপতি।

 

spot_img

Related articles

বিজেপির আছে এজেন্সি-ক্ষমতা আমাদের আছে মমতা: বিজেপিকে কটাক্ষ করে জবাব সায়নীর

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ মঞ্চ থেকে তৃণমূল সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni...

TMCP-র প্রতিষ্ঠা দিবসে বাংলার অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রীর কথা-সুরে গান ইন্দ্রনীলের 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠান মঞ্চে বাংলা ও বাঙালি অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

আগে মানুষ সরকার বেছে নিত, কেন্দ্রীয় সরকার ভোটার বেছে নিচ্ছে: বিজেপিকে তুলোধনা অভিষেকের

”আগে মানুষ নিজের ভোটাধিকার বলে সরকার বেছে নিত, এখন সরকার নিজেদের স্থায়িত্ব বাড়ানোর জন্য পছন্দ মতো ভোটার বেছে...

লড়ব-গড়ব-জিতব: আঠাশের মঞ্চ থেকে ছাব্বিশের ভোটের বার্তা তৃণাঙ্কুরের

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের মেগা-সমাবেশের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur...