Sunday, November 9, 2025

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে পেগাসাস মামলার শুনানি

Date:

Share post:

গত শুক্রবারই সুপ্রিম কোর্টের(Supreme Court) তরফে জানানো হয়েছিল আগামী সপ্তাহে পেগাসাস(Pegasus) মামলার শুনানি হবে। সেইমতো পেগাসাস ইস্যুতে শুনানির দিন ঘোষণা করল দেশের শীর্ষ আদালত। এদিন জানিয়ে দেওয়া হয়েছে দুই সাংবাদিকের দায়ের করা পিটিশনের ভিত্তিতে এই মামলার শুনানি হবে আগামী বৃহস্পতিবার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানার(N V Ramana) বেঞ্চেই হবে এই মামলার শুনানি।

গত ৩০ জুলাই শুক্রবার বরিষ্ঠ আইনজীবী কপিল সিব্বল পেগাসাস সংক্রান্ত মামলাটিকে প্রধান বিচারপতি এনভি রামানার সামনে তুলে ধরেন। সিব্বল জানান, “দেশের সাধারণ জনগণ, বিরোধী নেতা, সাংবাদিক বিচার বিভাগের সঙ্গে যুক্ত নাগরিকদের ব্যক্তি স্বাধীনতা নজরদারির আওতায় চলে গিয়েছে। এই ঘটনা ভারতের পাশাপাশি গোটা বিশ্বের কাছে উদ্বেগজনক। ফলস্বরূপ যত দ্রুত সম্ভব মামলার শুনানি প্রক্রিয়া শুরু করা হোক।” কপিল সিব্বলের আবেদনের প্রেক্ষিতে আদালতের প্রধান বিচারপতি জানান, “আগামী সপ্তাহেই এই মামলার শুনানি হবে।” এরপর রবিবার জানা গেল বৃহস্পতিবার মামলার শুনানি হতে চলেছে শীর্ষ আদালতে।

আরও পড়ুন:মৃত্যু কমলেও উদ্বেগ বাড়িয়ে দেশে ফের বাড়ল দৈনিক সংক্রমণ

উল্লেখ্য, পেগাসাস স্পাইওয়্যারের লাইসেন্স সরকার বা সরকারি সংস্থা সংগ্রহ করেছে কিনা এবং তা নজরদারি চালাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহার করা হয়েছে কিনা তা জানাতে ও কেন্দ্রীয় সরকারকে তদন্তের নির্দেশ দিতে আবেদন করা হয়েছে দুই সাংবাদিকের দায়ের করা পিটিশনে।

সুপ্রিমকোর্টে দায়ের করা পিটিশনে প্রবীণ ওই দুই সাংবাদিক বলেছেন, সামরিক পর্যায়ে এই সফটওয়্যার ব্যবহার করে যেভাবে নজরদারি চালানো হয়েছে তা একাধিক মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল। এবং তা দেশের গণতন্ত্রের স্তম্ভ হিসেবে পরিচিত স্বাধীন প্রতিষ্ঠানের উপর আক্রমণ চালানোর মতো। এই ধরনের কাজ দেশকে অস্থির করে তোলার এক ধরনের প্রচেষ্টা। অথচ এই ইস্যুতে সরকার বিশ্বাসযোগ্য বা নিরপেক্ষ তদন্তের জন্য কোনও পদক্ষেপ নেয়নি এখনও।

পিটিশনকারীদের তরফে স্পষ্ট অভিযোগ তুলে বলা হয়েছে যাদের ফোনে নজরদারি চালানোর অভিযোগ সামনে এসেছে সেই সকল ফোনের ডেটাবেস বিশ্লেষণ করে দেখা গিয়েছে পেগাসাস ব্যবহার করা হয়েছে সেগুলোতে। প্রশ্ন তোলা হয়েছে, এই ধরনের হ্যাকিং দেশের বিরুদ্ধস্বর, অবাধ মতামতের কণ্ঠরোধের লক্ষ্যেই কি সরকার এই পদক্ষেপ নিয়েছিল? তাঁদের অভিযোগ, পেগাসাস হ্যাকিং যোগযোগ, চিন্তাভাবনা ও তথ্যগত গোপনীয়তার ওপর সরাসরি আক্রমণ।

 

spot_img

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...