ত্রিপুরায় অভিষেক বন্দোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে জলপাইগুড়িতে মেটেলি বাজারে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস। সোমবার সন্ধ্যায় মেটেলি বাজার এলাকায় ওই বিক্ষোভ কর্মসূচি করা হয়।এদিন মেটেলি বাজারের রাজ্য সড়কের ওপরে টায়ার জ্বালিয়ে ও স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান তৃণমূলের নেতা কর্মীরা।পাশাপাশি মেটেলি বাজারে আই এন টি টি ইউ সির জেলা সভাপতি জোসেফ মুন্ডার বিরুদ্ধে মিছিলেরও এদিন নিন্দা করা হয়। উল্লেখ্য কিছুদিন আগেই জোসেফ মুন্ডার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে মেটেলি বাজারে বিক্ষোভ মিছিল করে সি পি এম, বিজেপি,জাতীয় কংগ্রেস সহ তৃণমূলের একটি একাংশ।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জোসেফ মুন্ডা সহ তৃণমূলের নেতা মনোজ মন্ডল,ছাত্র নেতা অভিষেক কুন্ডু,অগ্নিভ মজুমদার প্রমুখ।
