আরও ঊর্ধ্বমুখী: সব বাধা পেরিয়ে নয়া রেকর্ড সেনসেক্স-নিফটির

🔹সেনসেক্স ৫৩,৮২৩.৩৬ (⬆️ ১.৬৫%)

🔹নিফটি ১৬,১৩০.৭৫ (⬆️ ১.৫৫%)

করোনা ভীতিকে পিছনে ফেলে দেশের অর্থনীতির বাজার যে ক্রমশ ঊর্ধ্বমুখী সে খবর আগেই দিয়েছিল রিজাভ ব্যাংক। প্রতিদিনের শেয়ারবাজারের রিপোর্টে এবার দেখা যাচ্ছে তারই প্রতিফলন। সেই ধারা অব্যাহত রেখে সকল বাধাকে টপকে এবার নয়া রেকর্ড গড়ল ভারতের শেয়ার বাজার। মঙ্গলবার অতীতের সব রেকর্ড ভেঙে ৫৩০০০-এর গণ্ডি পার করেছে সেনসেক্স। একই রকমভাবে ১৬ হাজারের গণ্ডি পেরিয়ে নয়া রেকর্ড গড়েছে নিফটিও।

বিগত কয়েকদিনের ধাক্কা সামলে মঙ্গলবার বাজার খোলার পর থেকেই শেয়ারবাজার দ্রুতগতিতে ৫৩০০০ এর গণ্ডি পার করে ফেলে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৮৭২.৭৩ পয়েন্ট বা ১.৬৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৩,৮২৩.৩৬।

থেমে ছিল না নিফটিও। বাজার খোলার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে বাড়তে থাকে এনএসই নিফটি (NSE Nifty)র সূচকও। দিনের শেষে ১৬ হাজারের গণ্ডি পেরিয়ে নয়া রেকর্ড গড়ে নিফটিও। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, নিফটি ২৪৫.৬০ পয়েন্ট বা ১.৫৫ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৬,১৩০.৭৫। রিপোর্ট বলছে ব্যাংকিং সেক্টর, অটোমোবাইল আইটি সহ একাধিক ক্ষেত্রে বিপুল বিনিয়োগ হয়েছে এ দিন।

 

Previous articleমোদির উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিলেন অমরজিৎ সিনহা
Next articleপ্রথম টেস্টে নামার আগে সতীর্থদের কড়া বার্তা কোহলির