Friday, November 7, 2025

রাহুলের পর দিল্লিতে নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের প্রতিনিধিদলের

Date:

Share post:

দিল্লিতে(Delhi) নাবালিকাকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় ইতিমধ্যেই সরব হয়ে উঠেছে গোটা দেশ। দোষীদের শাস্তির পাশাপাশি গোটা ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রকের(home ministry) হাতে থাকা দিল্লির নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই নাবালিকার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাহুল গান্ধী(Rahul Gandhi)। বুধবার নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এলো তৃণমূলের প্রতিনিধি দল। এই দলে ছিলেন তৃণমূল(TMC) সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, শান্তা ছেত্রী ও মৌসম বেনজির নূর।

বুধবার বিকেলে নির্যাতিতার বাড়ি গিয়ে তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূলের তিন সাংসদ। দীর্ঘক্ষন নির্যাতিতার মায়ের সঙ্গে কথা হয় তাদের। হতভাগ্য ওই নাবালিকার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তৃণমূলের সাংসদরা। প্রসঙ্গত, নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমি পরিবারের সঙ্গে দেখা করেছি। পরিবার কেবল ন্যায়বিচায় চায়। আমি ওঁদের আশ্বস্ত করেছি যতদিন না ওঁরা ন্যায় পাচ্ছেন, আমি ওঁদের সঙ্গে রয়েছি।’

উল্লেখ্য, গত রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মা-কে বলে শ্মশানের কুলার থেকে ঠান্ডা জল আনতে গিয়েছিল দিল্লির নাঙ্গেলি গ্রামের ন বছরের ওই বালিকা। সেখানেই তাকে গণধর্ষণের পর খুন করার অভিযোগ উঠেছে ওই শ্মশানের এক পুরোহিত ও তার ৩ সাগরেদের বিরুদ্ধে। শুধু তাই নয়, খুনের পর ওই নাবালিকার দেহ পুড়িয়ে দেওয়ারও চেষ্টা করা হয়। চূড়ান্ত অমানবিক, নৃশংস এই ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ। দোষীদের কঠোর শাস্তির দাবি উঠেছে এসব মহল থেকেই। মঙ্গলবার এই ইস্যুতেই দিল্লির নিরাপত্তার দায়িত্বে থাকা অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের বিরুদ্ধে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

 

spot_img

Related articles

মোদি সরকারের দু-গালে জোর থাপ্পড়! ১০০ দিনের কাজ নিয়ে হাই কোর্টের নির্দেশ নিয়ে কড়া প্রতিক্রিয়া তৃণমূলের

আদালতে জোর ধাক্কা খেয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। প্রতিহিংসামূলক রাজনীতি করে দীর্ঘদিন ধরে প্রাপ্য আটকে রেখে বাংলাকে বঞ্চিত করছে...

পুত্র সন্তানের মা ক্যাটরিনা, নায়িকাকে বেবি কেয়ার টিপস বলিউড অভিনেত্রীদের!

শুক্রের সকালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা কাইফ (Kattina Kaif)। আনন্দে আত্মহারা ভিকি কৌশল(Vicky Kaushal)। সেলেব দম্পতি...

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু! শেওড়াফুলির যৌনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু। হুগলির (Hooghli) ডানকুনির পরে এবার শেওড়াফুলি। শেওড়াফুলির (Shaoraphuli) গড়বাগানে যৌনকর্মীর (Sex Worker)...

জন-গণ-মন: রবীন্দ্রনাথকে অপমানের পরিকল্পিত চক্রান্ত! বিজেপি সাংসদের পদত্যাগ দাবি তৃণমূলের

জাতীয় সঙ্গীত নিয়ে রচয়িতা রবীন্দ্রনাথকে পরিকল্পিত অপমানের বিরুদ্ধে গর্জে উঠল বাংলার শাসকদল তৃণমূল। শুক্রবার, তৃণমূল ভবন থেকে সাংবাদিক...