Monday, August 25, 2025

অনির্দিষ্টকালের ট্যাঙ্কার ধর্মঘটে সমস্যার মুখে গণপরিবহন

Date:

Share post:

অনির্দিষ্টকালের ট্যাঙ্কার ধর্মঘটে সমস্যার মুখে গণপরিবহন। বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে নেমেছে ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন (Bengal Tankers Association)। তেল (Oil) সরবরাহ নিয়ে সঙ্কটের আশঙ্কা দেখা দিচ্ছে শহর ও শহরতলিরতে। এর জেরে বহু পেট্রোল পাম্পে বন্ধ ইন্ডিয়ন ওয়েলের পেট্রোল ও ডিজেল সরবরাহ।

ওয়েস্টবেঙ্গল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনের অভিযোগ, চুক্তিবদ্ধ প্রায় ষাটটি ট্যাঙ্কার ইতিমধ্যেই বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইন্ডিয়ান অয়েল তাদের টেন্ডারে পরিবহন খরচ অনেকটাই কমিয়েছে। ফলে ভাড়াও কমিয়ে দেওয়ায় তারা সমস্যায় পড়েছে। দাবি না মানলে লাগাতার আন্দোলন চলবে।

ধর্মঘটের কারণে বৃহস্পতিবার সকাল থেকেই হাওড়ার মৌরিগ্রামে ইন্ডিয়ান অয়েল ডিপোতে পেট্রোল-ডিজেল গাড়িতে তেল তোলেননি ট্যাঙ্কার মালিকরা। ফলে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ার একাংশে তেল সরবরাহ করা যায়নি। পাম্পগুলিতে তেল সরবরাহ বন্ধ। ওয়েস্ট বেঙ্গল পেট্রোল ডিলয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আশঙ্কা করা হয়েছে, তাড়াতাড়িই কলকাতা এবং হাওড়ার পাম্পগুলিতে তেলের সঞ্চয় ফুরিয়ে যাচ্ছে। প্লাবন ও করোনা আবহে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

দ্রুত সমস্যা না মিটলে অনেক পেট্রোল পাম্পে সঙ্কট দেখা দেওয়ার আশঙ্কা। জেলার পেট্রোল পাম্পগুলিতে সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। বড় সঙ্কটের মধ্যে পড়তে চলেছে জেলার গণপরিবহন ব্যবস্থা। একদিকে চলছে না লোকাল ট্রেন এই পরিস্থিতিতে বাস-পুলকারের উপরেই ভরসা নিত্যযাত্রীদের। কিন্তু পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel) অভাবে সেগুলো বন্ধ হয়ে গেলে সমস্যায় পড়বেন তাঁরা। আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান হোক চাইছে সব পক্ষ।

আরও পড়ুন:৭দিনের জন্য জামিন পেলেন গৌতম কুণ্ডু

 

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...