Thursday, August 21, 2025

‘কে বড় শত্রু’ জানতে মুষল পর্ব চলছে বঙ্গ- সিপিএমে

Date:

Share post:

লড়তে নামা তো দূরের কথা, আপাতত ‘শত্রু’ খুজতেই নাজেহাল সিপিএম৷

নিজেদের তৈরি করা ‘বিজেমূল’ তত্ত্ব নিয়ে দলের অন্দরে বিতর্ক কিছুতেই মিটছেনা৷ কে বড় শত্রু, তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি? তা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলাদা আলাদা কথা বলে চলেছে আলিমুদ্দিনের নেতারা৷

এবার সরাসরি প্রকাশ্যে চলে এসেছে দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের সঙ্গে পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিমের তরজা৷
জানা গিয়েছে, মুজফফর আহমেদের জন্মদিবসের অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস বিজেপি-কে এক সারিতে রেখে চলা নিয়ে ভুল স্বীকার করেছেন রাজ্য সম্পাদক। আর তখনই সূর্যকান্ত মিশ্রের কথা উড়িয়ে বিজেমূল তত্ত্বের পক্ষেই সওয়াল করেছেন মহম্মদ সেলিম। জানা গিয়েছে, বামফ্রন্ট চেয়ারম্যান এবং সিপিএমের রাজ্য সম্পাদক বোঝানোর চেষ্টা করেন, এই মুহুর্তে দলের ‘বড় শত্রু’ বিজেপি-ই। একুশের বিধানসভা ভোটের প্রচারে তৃণমূল ও বিজেপি-কে একাসনে বসিয়ে ‘ব্লান্ডার’ করা হয়েছে৷ দু’জনেই বলেছেন, এই দুই দলকে সিপিএম এক চোখে দেখে না। স্পষ্ট বলেন, সর্বভারতীয় রাজনীতিতে বিজেপি বিরোধিতার প্রশ্নে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকতে কোনও সমস্যাই নেই বামেদের।

আর এর পরেই নিজের ভাষণে মহম্মদ সেলিম সরাসরি উড়িয়ে দেন বিমান-সূর্যের অভিমত৷ পুরোপুরি উল্টো সুরে সেলিম বলেন, “এখন তো দেখছি অনেকে বলছেন বিজেমূল তত্ত্ব না’কি ভুল ছিল। কংগ্রেস-নকশাল যৌথ অভিযানের সময় আমরা কংশাল শব্দটা প্রয়োগ করেছি। দুটো আলাদা উদ্দেশ্য হলেও বিষয়টা এক। বিজেমূল কথা ভুল নয়”৷ সূর্যকান্ত অন্য সুরে বলেন, “হ্যাঁ, এটা ঠিক যে আমরাই বলেছি দুই দল একসঙ্গে ঘর করেছে। কিন্তু, এবারের বিধানসভা ভোটে তাঁরা এক হয়ে লড়েনি। বিজেপি এবং তৃণমূল একে অপরকে হারানোর জন্যই লড়েছে।”

আরও পড়ুন:হাওড়ায় বন্যা দুর্গত মানুষের পাশে অরূপ, দিলেন আড়াই কোটি টাকা ক্ষতিপূরণ

দুই নেতার তরজায় বিভ্রান্ত দলের নেতা,কর্মী ও সমর্থকরা৷ তাঁরা এটা ভালোভাবে নেননি৷ রাজ্যে শূন্যে নেমে এসেও এই কাজিয়াকে মানতেই পারছেন না দলের নেতা-কর্মীরা৷

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...