Wednesday, December 24, 2025

করোনা আবহে ভক্তদের জন্য বন্ধ থাকছে কচুয়ার লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের জন্মাষ্টমী অনুষ্ঠান

Date:

Share post:

অতিমারি আবহে গত বছরের মতো এ বছরও বন্ধ থাকছে কচুয়ার লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের জন্মাষ্টমীর অনুষ্ঠান। এদিন দূর-দূরান্ত থেকে লক্ষাধিক ভক্ত আশ্রমের অনুষ্ঠান দেখতে আসেন। কিন্তু দোসর করোনা। সংক্রমণ নিয়ন্ত্রণে তাই অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, পুরোহিত ছাড়া মাত্র ৫০ জন পুণ্যার্থীকে এদিনের অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হবে।

সোমবার কচুয়া লোকনাথ মন্দির কর্তৃপক্ষ জানান, গত বছরের মতোই এই বছরও করোনা বিধিনিষেধ মেনে প্রশাসনিক নির্দেশে জন্মাষ্টমীপালন বন্ধ রাখা হয়েছে। একতি বিবৃতিতে ভক্তদের উদ্দেশ্যে তাঁরা জানান, এবছর প্রার্থনা বাড়িতেই সারুন। করোনা বিধি মেনে মাত্র ৫০ জন ভক্ত নিয়ে শুধুমাত্র মন্দিরের পুরোহিত এবং কর্তৃপক্ষের সদস্যবৃন্দকে নিয়ে জন্মাষ্টমীর উৎসব পালিত হবে।

প্রতিবছর শ্রাবণ মাসে বাঁকে করে জল নিয়ে ভক্তরা মন্দিরে জল ঢালেন। প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয় মন্দির চত্বরে। প্রায় উৎসবের মেজাজ থাকে জন্মাষ্টমীর দিন। কিন্তু গত বছর থেকে করোনা পরিস্থিতির কারণে নিয়মে কড়াকড়ি আনতে বাধ্য হয়েছে মন্দির কর্তৃপক্ষ। জন্মাষ্টমীতে পুজো দেওয়া বন্ধ থাকবে একথা ঘোষণা হতেই পুণ্যার্থীরা আগেভাগেই কচুয়ার লোকনাথ মন্দিরে এসে পুজো দিয়ে যাচ্ছেন।


spot_img

Related articles

মেগা মিটিংয়ে জট কাটার ইঙ্গিত, আইএসএল নিয়ে আশার আলো

বছর শেষে আইএসএল(ISL) নিয়ে আশার আলো। বড়দিনের আগের সন্ধ্যায় ফেডারেশন (AIFF) গঠিত কমিটির সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্লাব জোটের...

মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর, মাদার ডেয়ারি এখন বাংলার ডেয়ারি

মাদার ডেয়ারির সঙ্গে জুড়ছে বাংলার ডেয়ারি। ফলে মাদার ডেয়ারির নাম বদলে হচ্ছে বাংলার ডেয়ারি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এমনই...

ফের জমবে আড্ডা! আদালতের স্থগিতাদেশে ১৬ দিন পর খুলল গ্লেনারিজের বার 

দার্জিলিং সফর মানেই গ্লেনারিজে বসে আড্ডা—এই ধারণার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পাহাড় শহরের ঐতিহ্যবাহী এই রেস্তোরাঁ। সেই গ্লেনারিজের বার...

শান্তির দীপ এসো ঘরে ঘরে: নিজের লেখা-সুর করা গান পোস্ট করে ‘Merry Christmas’ জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে চূড়ান্ত ব্যস্ততা। তার মধ্যে থেকেই নিয়মিত ছবি আঁকেন, কবিতা লেখেন, গান লেখেন, সুর দেন...