অলিম্পিক্সে বাদ যেতে চলেছে ভারোত্তোলন!

টোকিও অলিম্পিক্সে রুপো জিতেছিলেন তিনি। জানিয়েছিলেন, ২০২৪ প্যারিস অলিম্পিক্সে সোনা জয়ের জন্য ঝাঁপাবেন। তবে পরের অলিম্পিক্সে ভারোত্তোলক মীরাবাঈ চানুর আদৌ খেলতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
কারণ অলিম্পিক্স থেকে বাদ যাওয়ার সম্ভাবনা ভারোত্তোলন খেলাটাই। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এই সিদ্ধান্ত নিতে ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু করেছে।

আরও পড়ুন- আদিবাসী দিবসের অনুষ্ঠানে আজ ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী 
আসলে ভারোত্তোলনে ডোপিং নিয়ে বারবার অভিযোগ উঠেছে। একইসঙ্গে বিভিন্ন দেশের ভারোত্তোলন সংস্থার বিরুদ্ধেও আইওসির নিয়ম ও নির্দেশ না মানার অভিযোগ উঠেছে একাধিকবার ।
ইতিমধ্যে প্যারিস অলিম্পিকে বক্সিংয়ের কোটা কমেছে। তবে ভারোত্তোলন একেবারে বাদ পরার সম্ভাবনা প্রবল । তবে এই ব্যাপারে আলোচনার মাধ্যমেই আইওসির সদস্যরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে । আইওসির প্রধান থমাস বাক ইতিমধ্যে ভারোত্তোলনকে বাদ দেওয়ার বিষয়ে জোরালো ইঙ্গিত দিয়ে রেখেছেন।

 

 

Previous articleবিমানবন্দর থেকে সোজা হাসপাতালে সুদীপ-জয়া, ভর্তি রয়েছেন SSKM-এ
Next articleথানায় মানবাধিকার লঙ্ঘন সর্বাধিক, পুলিশকে সংবেদনশীল হতে হবে: CJI