Friday, November 28, 2025

বিশ্ব উষ্ণায়নের বিপদ সংকেত: এক দশক আগেই পৃথিবীর তাপমাত্রা বাড়বে ১.৫ ডিগ্রি

Date:

Share post:

বাড়তে থাকা বিশ্ব উষ্ণায়নের বিপদ মানবজাতির আশঙ্কার থেকেও বহুগুণ ভয়াবহ হতে চলেছে। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের জলবায়ু পরিবর্তন প্যানেল যে রিপোর্ট প্রকাশ করেছে তা গোটা পৃথিবীর জন্য রীতিমতো রেড অ্যালার্ট। রিপোর্টে দাবি করা হয়েছে, পৃথিবীর শহর গুলি বিশ্ব উষ্ণায়নের হটস্পট তৈরি হয়েছে। যার ফলে সমুদ্রের জলস্তর ১৯০১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ০.২০ মিটার বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে এক দশক আগেই পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাবে ১.৫ ডিগ্রি।

বিশ্বের ১৯৫ টি দেশের বিজ্ঞানীদের সহযোগিতায় এদিন ‘ক্লাইমেট চেঞ্জ ২০২১: দ্য ফিজিক্যাল সায়েন্স বেসিস’ রিপোর্ট প্রকাশ করা হয়। যেখানে বিশেষভাবে ভারতের নামও উল্লেখ রয়েছে। রিপোর্টে জানানো হয়েছে ভারতীয় উপমহাদেশে তাপমাত্রা যতটা বেড়েছে তা ১৮৫০-১৯০০ সময়ের চেয়ে অনেক বেশি। ভারতে একদিকে যেমন ‘হিট এক্সট্রিম’ বাড়ছে অন্যদিকে কমে যাচ্ছে ‘কোল্ড এক্সট্রিম’। যার অর্থ গরমকালে সর্বাধিক তাপ মাত্রা দিন দিন বাড়লেও শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা ততটা কমছে না। আগামী কয়েক দশক ধরে এমনটাই চলতে থাকবে। শুধু তাই নয়, রাষ্ট্রপুঞ্জের প্রধান অ্যান্টোনিও গুতারেস রিপোর্ট প্রকাশ্যে এনে জানান, বিপদ গোটা পৃথিবীর জন্যই।

আরও পড়ুন:পেগাসাস: NSO-র সঙ্গে কোনও লেনদেন হয়নি, বিবৃতি প্রতিরক্ষা মন্ত্রকের

তিনি বলেন, বিশ্ব উষ্ণায়ন যে চরম আকার ধারণ করেছে তাতে এক দশক আগেই পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস। ২০৩০ সালের মধ্যে গড় তাপমাত্রা নিশ্চিতভাবে ১.৫ ডিগ্রি বাড়বে। বিপদ এই কারণেই ভয়াবহ যে গতিতে গরম বাড়ছে তার থেকেও অনেক ধীর গতিতে শীতল হচ্ছে। ফলে তাপমাত্রা বাড়লেও শৈত্যপ্রবাহ দেখা যাচ্ছে না।

 

spot_img

Related articles

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...

বিচারক নিয়োগ নিয়ে PSC-র বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাই কোর্টে

বিচারক নিয়োগে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র জুডিশিয়াল সার্ভিস (Judicial Service) পরীক্ষার জন্যে জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে...

ইচ্ছে মতো নয়, সেমিস্টার পিছু ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

সেমিস্টারের নামে অতিরিক্ত ফি (Fee) নেওয়াতে রাশ টানতে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Council Of Higher Secondary...