Monday, August 25, 2025

নিজেকে প্রকৃত কাশ্মীরি দাবি, পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে কেন্দ্রকে তোপ রাহুলের

Date:

Share post:

কাশ্মীরে গিয়ে চেনা ছন্দে মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণ করলেন রাহুল গান্ধী। কাশ্মীরে হামলার মাধ্যমে সারা দেশের উপরে হামলা চালানো হচ্ছে। সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। একের পর এক অনৈতিক কাজ করে চলেছে কেন্দ্র। কিন্তু সংসদে জনপ্রতিনিধিদের মুখ বন্ধ করে রাখা হচ্ছে। সরাসরি অভিযোগ রহুলের।

আরও পড়ুন- আসন্ন আইপিএলের দ্বিতীয় পর্বে বেশ কিছু পরিবর্তন আনছে বিসিসিআই
তিনি আরও বলেছেন, অবিলম্বে কাশ্মীরকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে। রাজ্য জুড়ে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করে সরকার প্রতিষ্ঠা করতে হবে।

আসলে ‘আমি তোমাদেরই লোক’- এটাই প্রমাণ করতে চান রাজনৈতিক ব্যক্তিত্বেরা। এই অবস্থায় শ্রীনগরে গিয়ে নিজেকে কাশ্মীরি প্রমাণে মরিয়া হয়ে উঠলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ধর্মীয় পরিচয় ভুলে শুধুমাত্র কাশ্মীরি হতে মন্দির-মসজিদেও গেলেন তিনি।
দু’ দিনের সফরে কাশ্মীরে গিয়েছেন রাহুল গান্ধী। সেই সফরে মঙ্গলবার প্রথমে কাশ্মীরের গান্দেরবাল জেলার মাতাক্ষীর ভবানীর মন্দিরে যান তিনি। সেখানে নিয়ম মেনে পুজো করেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ।

সেখান থেকে শ্রীনগরের বিখ্যাত এবং ঐতিহ্যবাহী হজরতবাল মসজিদে যান রাহুল। সেখান থেকে বেরিয়ে জম্মু-কাশ্মীর প্রদেশ কংগ্রেসের কার্যালয় উদ্বোধন করতে উপস্থিত হন।
রহুল গান্ধী বলেছেন, এখন আমি এবং আমার পরিবার দিল্লিতে থাকি। তার আগে আমরা এলাহাবাদে থাকতাম। তারও আগে আমাদের নিবাস ছিল এই কাশ্মীর। সেই কারণে আমি প্রকৃত কাশ্মীরি। আমার মধ্যে কাশ্মীরিয়াত পরিপূর্ণ রয়েছে। সৌভাতৃত্ব আমাদের মূল বৈশিষ্ট । সেই কারণে আমায় কখনও হিংসা বা ঘৃণা ছড়াতে দেখবেন না।”

 

 

 

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...