Monday, December 29, 2025

অসমে স্কুল ছুটের হার ৩২.৩ শতাংশ, মানল শাসক বিজেপি!

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, গুয়াহাটি:

অসমের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা প্রকাশ্যে । কয়েক হাজার শিক্ষক পদ শূন্য। এ নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ করছে বিরোধীরা। তবে এ বার প্রশ্ন উঠল শাসক শিবিরেই। এমনকি, ওই অভিযোগ মেনে নিয়েছেন অসমের শিক্ষামন্ত্রী রনজ পেগুও। বিধানসভাতেই রনজ পেগু ( Ranoj Pegu ) জানিয়েছেন, প্রশিক্ষিত শিক্ষকের অভাবে মাধ্যমিক স্তরে শিক্ষাদান ব্যাহত হচ্ছে। তাঁর কথায়, ‘অসমে secondary স্কুলে যতজন শিক্ষক আছে তার মধ্যে মাত্র ৩৮% প্রশিক্ষিত।’
বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন শাসক BJP দলের বিধায়ক মৃণাল সাইকিয়াও। তাঁর অভিযোগ, শিক্ষক নিয়োগ না হওয়ার ফলে রাজ্যের সরকারি স্কুলে উপযুক্ত শিক্ষাদান হচ্ছে না। এই কারণে অভিভাবকরা এখন প্রাইভেট স্কুলের দিকে ঝুঁকছেন।
সরকারের জোটসঙ্গী UPPL দলের বিধায়ক গোবিন্দচন্দ্র বসুমাতারায়ও শিক্ষায় পিছিয়ে পড়া নিয়ে প্রশ্ন তুলেছেন।তিনি জানিয়েছেন, বুধবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা দফতরে ২২ হাজার ৯২১ শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে প্রায় ১০ হাজার প্রাইমারি স্কুলের জন্য এবং বাকিগুলি মাধ্যমিক স্তরের জন্য। তিনি আরও বলেন , প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয়, সব স্তরেই শিক্ষার মান উন্নয়ন করার চেষ্টা হচ্ছে।
কংগ্রেসের বিধায়ক ভারতচন্দ্র নারা বলেন, শিক্ষা দফতরের কাজ মানবসম্পদ তৈরি করা। কিন্তু এই বিভাগেই কাজের লোকের অভাব আছে। লক্ষ্মীপুর জেলাতে প্রায় ১০০টি প্রাইমারি স্কুলে কোনও শিক্ষক নেই। সেখানে প্রায় ২৫০টি ইংরেজি মাধ্যমের স্কুল চলছে একজন শিক্ষক দিয়ে।

আরও পড়ুন- সোশ্যাল মিডিয়ায় গা-ছমছম ভিডিও পোস্ট শামির, দ্বিতীয় টেস্টের আগে ভূতের ভয়ে ভারতীয় বোলার
এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়ে রাজ্য সরকারকে বিঁধেছেন শিবসাগরের নির্দল বিধায়ক অখিল গগৈও। তাঁর দাবি, অসমে স্কুলছুটের সংখ্যা সবথেকে বেশি। মাধ্যমিক স্তরে দেশে ড্রপআউটের হার ১৬.১ শতাংশ। অথচ অসমে সেই হার ৩২.৩ শতাংশ। এই রাজ্যে উপযুক্ত শিক্ষক না থাকার কারণেই স্কুলছুটের সংখ্যা বাড়ছে।

advt 19

 

spot_img

Related articles

কলকাঠি নাড়ছেন সীমা খান্না: অভিষেকের নিশানায় থাকা আধিকারিক কোন কাজ করছেন?

দিব্যি নাম ছিল ২০০২ সালের ভোটার তালিকায়। ইনিউমারেশন ফর্মও ফিলাপ করেছেন। অথচ তারপরেই আপনি পড়ে গিয়েছেন নির্বাচন কমিশনের...

তাড়িয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত, পাশে দাঁড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক

স্থানীয় বিজেপি সাংসদ তথা বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার দেখা না করে তাড়িয়ে দিয়েছেন। অথচ রাজনৈতিক মতভেদের উর্ধ্বে...

উন্নাও ধর্ষণ: সুপ্রিম কোর্টে জামিন খারিজ সেঙ্গারের, নির্যাতিতাকে আইনি সহযোগিতার বার্তা

দিল্লি হাই কোর্টের জামিনের আবেদন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। উন্নাও ধর্ষণকাণ্ডে সিবিআই-এর করা মামলায় সুপ্রিম কোর্টে...

ক্যানিংয়ে MLA কাপ ফাইনাল ঘিরে বিশৃঙ্খলা, শিশুসহ আহত ৭!

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং স্টেডিয়ামে এমএলএ কাপের ফাইনালে (MLA Cup in Canning Stadium) চূড়ান্ত বিশৃঙ্খলা। ভিড়ে ঠাসা স্পোর্টস...