ঘরে ফিরলেন ব্রোঞ্জ পদক জয়ী লভলিনা বড়গোহাঁই, স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী

ঘরে ফিরলেন টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) ব্রোঞ্জ পদক জয়ী লভলিনা বড়গোহাঁই (Lovlina Borgohain)। এদিন লভলিনাকে গুয়াহাটি বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা( Himanta biswa sharma)। ফুলের তোড়া দিয়েই দেশের মহিলা কুস্তিগীরকে বরণ করে নেন হিমন্ত বিশ্ব শর্মা। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন তিনি।

লভলিনা গ্রামে ফেরায় সারা গ্রাম তাঁর পোস্টারে ছেয়ে যায়। সারা মেতে ওঠে উৎসবে। এমনকী তাঁর ছবি দেওয়া কাস্টোমাইজড বাসেরও ব্যবস্থা করা হয়েছিল। সেই বাসে করেই বিমানবন্দর থেকে নিজের বাড়ি ফেরেন লভলিনা। গোটা বিষয়টিতে আপ্লুত তিনি। এদিন ঘরে ফিরে নিজের পরবর্তী লক্ষ‍্যের কথা জানালেন লভলিনা। জানান শুধু ব্রোঞ্জ জয় ২০২৪ অলিম্পিক্সে সোনা জয় লক্ষ‍্য তাঁর।

আরও পড়ুন:সোশ্যাল মিডিয়ায় গা-ছমছম ভিডিও পোস্ট শামির, দ্বিতীয় টেস্টের আগে ভূতের ভয়ে ভারতীয় বোলার