Saturday, August 23, 2025

ত্রিপুরা: অভিষেক সহ ৬ জনের বিরুদ্ধে মামলা, খারিজের দাবিতে পাল্টা হাইকোর্টে তৃণমূল

Date:

Share post:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের নেতা-নেত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে যে ”বেআইনি” মামলা করেছিল পুলিশ, এবার সেই FIR খারিজের দাবিতে আগরতলা হাইকোর্টে পাল্টা মামলা করল তৃণমূল কংগ্রেস। আগামী বুধবার এই মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা। জানা গিয়েছে, হাইকোর্টে এই মামলাটি করেছেন ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিক। পরে সামগ্রিকভাবে সকলেই এই মামলাটিতে যুক্ত হতে পারেন বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, ত্রিপুরার রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দাঁড়া আক্রান্ত হয়েছিলেন তৃণমূলের যুবনেতা-নেত্রীরা। কিন্তু দোষীদের গ্রেপ্তারের পরিবর্তে আক্রান্তদের ওপরই মামলা করে পুলিশ। তাঁদের আদালতে পর্যন্ত তোলা হয়। সেই সময় দলের ”আক্রান্ত” নেতানেত্রীদের পাশে দাঁড়াতে ত্রিপুরা যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, ব্রাত্য বসু, কুণাল ঘোষরা। খোয়াই থানায় দীর্ঘক্ষণ ধরনা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। শেষপর্যন্ত জামিন পান ধৃতেরা। এখন কলকাতায় ফিরে চিকিৎসাধীন তাঁরা।

এর কিছুদিন পরেই ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, ব্রাত্য বসু ও কুণাল ঘোষ, ত্রিপুরার নেতা সুবল ভৌমিক ও প্রকাশ দাসের বিরুদ্ধেও স্বতঃপ্রণোদিত মামলা করে পুলিশ। এবার আইলি পথেই তার জবাব দিল তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন- অপসারিত মহুয়া দাস, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য

অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের ৬ নেতাদের বিরুদ্ধে পুলিশের করা FIR খারিজের দাবিতে আগরতলা হাইকোর্টে পাল্টা মামলা কবলেন তৃণমূল নেতা সুবল ভৌমিক।

advt 19

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...