Saturday, January 10, 2026

পরিবর্তিত চুক্তিপত্র না আসায় অথৈ জলে পড়ে রইল ইস্টবেঙ্গল

Date:

Share post:

আজও এল না ইনভেস্টোর কোম্পানি শ্রী সিমেন্টের( Sree cement) ফাইনাল এগ্রিমেন্টের কাগজপত্র। যার ফলে এখনও ঝুলে রইল ইস্টবেঙ্গল ক্লাবের ( eastbengal)সঙ্গে শ্রী সিমেন্টের চুক্তি জোট। নতুন চুক্তিপত্র আসার কথা থাকলেও, তা আসেনি ক্লাবে। তবে সূত্রের খবর শ্রী সিমেন্টের পক্ষ থেকে পাঠানো হবে না নতুন কোন ফাইনাল এগ্রিমেন্টে। যার ফলে সমস‍্যার সমাধান এখনই হচ্ছে না ক্লাবকর্তাদের সঙ্গে বিনিয়োগকারী সংস্থার।

সূত্রের খবর আজই নাকি নতুন করে চুক্তি পত্র পাঠানোর কথা ছিল বিনিয়োগকারী সংস্থার। যার কারণে শনিবার ক্লাব তাঁবুতে কার্যকরী কমিটির মিটিং ডেকেছিল ইস্টবেঙ্গল ক্লাব। নতুন চুক্তিপত্র দেখেই সিদ্ধান্ত নেবেন তারা। কিন্তু নতুন চুক্তিপত্র না আসায় বৈঠকে নেওয়া হল কোন সিদ্ধান্ত। এই বিষয়ে এক লাল-হলুদ কর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “শনিবার নতুন চুক্তিপত্র আসার কথা ছিল। সেই কারণে বৈঠক ও ডাকা হয়েছিল। কিন্তু কিছুই  তো এল না। তাই এখনই কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগে ওরা চুক্তিপত্র পাঠাক, তারপর আমরা সিদ্ধান্ত নেব। ”

ইস্টবেঙ্গল ক্লাবে নতুন চুক্তিপত্র পাঠানো নিয়ে ইনভেস্টোর কোম্পানির এক কর্তাকে ফোন করলে তিনি বলেন, “আমি এই বিষয়ে কোন কথা বলব না। এটা আমাদের লিগাল কমিটি দেখছে। তারা যা বলার বলবে।”

তবে সূত্রের খবর নতুন করে কোন চুক্তিপত্র পাঠাবে না ইনভেস্টোর কোম্পানি। আগে যে চুক্তিপত্র পাঠান হয়েছিল সেই চুক্তিপত্রতেই অনড় থাকবেন তারা। ফলে চুক্তিজট নিয়ে জটিলতা থেকেই গেল ক্লাবকর্তাদের সঙ্গে বিনিয়োগকারী সংস্থার।

আরও পড়ুন:স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে ট্রোলড হলেন কামরান আকমল

 

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...