একাধিক দাবিতে আগামী ৩১ অগাস্ট রাজ্যজুড়ে পেট্রোল পাম্প বন্ধের ডাক দিল WBPDA

ফাইল ছবি

কমিশন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী ৩১ অগাস্ট রাজ্যজুড়ে পেট্রোল পাম্প বন্ধের ডাক দিল ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। কমিশন বৃদ্ধি-সহ একাধিক দাবি নিয়ে আজ অ্যাসোসিয়েশনের তরফে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী, হরদীপ সিং পুরী-কে একটি চিঠিও দেওয়া হয়েছে। দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা বলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া  হয়েছে।

আরও পড়ুন:পাহাড় থেকে সমতল, রাজ্যজুড়ে পালিত ‘কন্যাশ্রী দিবস’

শনিবার ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা একটি বৈঠক করেন। বৈঠকে রাজ্যজুড়ে পেট্রোল পাম্প বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানত কমিশন বৃদ্ধি ছাড়াও আরও দু-দফা দাবি নিয়ে তারা চিঠি দেন। তারা জানান, পেট্রোলের দাম বৃদ্ধি হলেও তাদের কমিশন বাড়ানো হয়নি।এছাড়াও আরও কয়েকটি দাবি নিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীকে চিঠি দেন তারা। তবে তারা জানিয়েছে, করোনাকালে জরুরি পরিষেবার স্বার্থে কয়েকটি পেট্রোল পাম্প খোলা থাকবে।


Previous article​মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমানো টাকা তুলে‌ দিল হাওড়ার ‘কন্যাশ্রী’
Next articleপরিবর্তিত চুক্তিপত্র না আসায় অথৈ জলে পড়ে রইল ইস্টবেঙ্গল